ঢাকায় গুয়াহাটিগামী ভারতীয় বিমানের জরুরি অবতরণ
ভারতের গুয়াহাটিগামী ইনডিগো এয়ারলাইন্সের একটি বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। মূলত প্রতিকূল আবহাওয়ার কারণে নিরাপত্তা বিবেচনায় এ জরুরি অবতরণ।
এ সম্পর্কে ঢাকা বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম (ইডি) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, ভোর ৪টার দিকে বিমানটির ভারতের গুয়াহাটি বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে তা করা যায়নি।
এদিকে বাংলাদেশের ভিসা না থাকায় ঐ বিমানের যাত্রীদের স্বভাবতই কয়েক ঘণ্টা বিমানের ভেতরে থাকতে হয়েছে। ফ্লাইটের যাত্রীরা এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন। পরবর্তীতে আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর ফ্লাইটটি গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা করে।
কামরুল ইসলাম জানান, ঢাকা বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, "আজ রাত ১২টা থেকে সকাল ৮টার মধ্যে কুয়াশার কারণে কোনো ফ্লাইটকে তাদের রুট পরিবর্তন করতে হয়নি।"