অধিনায়কত্ব করা নিয়ে তামিম বললেন, ‘বহু ঝামেলা’
গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীন আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সিদ্ধান্ত পাল্টালেও অধিনায়কত্বের চাপ কাঁধে রাখেননি তিনি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনা করে কিছুদিন পর ওয়ানডের নেতৃত্ব ছাড়েন অভিজ্ঞ এই ওপেনার।
বিপিএলের ম্যাচ দিয়ে প্রায় চার মাস পরে মাঠে ফিরলেন তামিম, কিন্তু চাপমুক্ত হওয়া হলো না তার। ফরচুন বরিশালের নেতৃত্বভার তার কাঁধেই। নিজেদের প্রথম ম্যাচ জিতে সংবাদ সম্মেলনে এলেন তামিম, আর অধিনায়কত্বের প্রশ্নে টুর্নামেন্টের শুরুতেই বলে দিলেন এটা, 'বহু ঝামেলা।' আগের মতো করে আরও একবার জানালেন, অধিনায়কত্ব করাটা খুব একটা উপভোগ করেন না তিনি।
জাতীয় দলে ওয়ানডের অধিনায়কত্ব ছাড়লেও অধিনায়ক হিসেবেই ফিরলেন তামিম। এটার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, 'অধিনায়কত্ব নিয়ে আমি আগে যা বলেছিলাম, এখনো তা-ই আছে। আমার কাছে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, ফ্র্যাঞ্চাইজি মালিকদের থেকে। আমি চেষ্টা করব সে দায়িত্বটা পালন করতে। হ্যাঁ, একটু ভিন্ন তো অবশ্যই মনে হয়েছে টস করতে গিয়ে। আমি এই জিনিসগুলো খুব বেশি উপভোগ করি না। আমি উপভোগ করি, ওয়ার্ম আপ শেষ হবে, আরামে বসে থাকব। অধিনায়ক থাকলে কাগজে সই করো, টস করো। টসে কী হবে, জিতব, হারব…বহু ঝামেলা।'
মাঠে ফেরার ম্যাচে দলের জয়ের পথ সহজ করেছেন তামিমই। ২৪ বলে ৫টি চার ও একটি ছক্কায় ইনিংস সেরা ৩৫ রান করেন বাঁহাতি এই ওপেনার। ইনিংসটা নিয়ে তামিম বলেন, 'দ্রুত বাউন্ডারি পাওয়ায় আমার জন্য কাজটা সহজ হয়ে গেছে। তবে অনুশীলনেও আমি ভালো ব্যাটিং করেছি। পিকেএসপিতে ম্যাচ পরিস্থিতিতে অনুশীলন করাটা আমাকে অনেক সাহায্য করেছে। তারপরও চাপ তো থাকেই। তবে যখনই আপনি শুরুতে বাউন্ডারি পাবেন, সেটা তখন একটু কমে আসে।'
প্রত্যাবর্তনে রানের দেখা পেলেও ফেরার চ্যালেঞ্জটা সহজ ছিল না বলে জানালেন তামিম। তার ভাষায়, 'এটা খুবই চ্যালেঞ্জিং, তিন-সাড়ে তিন মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা। মাঝখানে আমি বলতে গেলে দুই-আড়াই মাস কোনো অনুশীলনই করিনি। শেষ দুই সপ্তাহ যা একটু করা। অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে যে শুরুটা প্রয়োজন ছিল, সেটা হয়েছে।'
দল জিতেছে, ব্যাট হাতে অবদানও রেখেছেন; তবু আক্ষেপ আছে তামিমের। নিজের খেলা শট নিয়ে হতাশ তিনি, 'আমার ইনিংসটা যদি দেখেন, যে অবস্থায় ছিলাম তখন যদি বলে বলেও রান করতাম, তাহলেও হয়তো আমরা দুই ওভার আগে খেলাটা শেষ করতে পারতাম। মুশফিক আর মিরাজ যখন ব্যাটিং করছিল, ওই মুহূর্তে ওই শটের দরকার ছিল না। এগুলোর কারণেই খেলা লম্বা হয়েছে, তবে খেলাটা আমাদের নিয়ন্ত্রণেই ছিল।'