নিষিদ্ধ জিম্বাবুয়ের দুই ক্রিকেটার, পাবেন অর্ধেক বেতন
মাদক নেওয়ার অভিযোগ শেষ পর্যন্ত প্রমাণিত হলো। শাস্তি পেলেন ওয়েসলি মাধেভেরে ও ব্র্যান্ডন মাভুটা। জিম্বাবুয়ের এই দুই ক্রিকেটারকে সব ধরনের ক্রিকেট থেকে চার মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। গত বছরের ডিসেম্বরে মাদক পরীক্ষায় পজিটিভ হওয়ায় সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল জিম্বাবুয়ের জাতীয় দলের এই দুই ক্রিকেটারকে।
অভিযোগ প্রমাণিত হওয়ার এবার চূড়ান্ত শাস্তি পেলেন মাধেভেরে ও মাভুটা। বিস্তরভাবে তদন্তের পর এ দুজনকে শাস্তি দেওয়া হলো। জিম্বাবুয়ে ক্রিকেটের আচরণবিধি ভঙ্গের অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন তারা।
১ জানুয়ারি থেকে মাধেভেরে ও মাভুটার শাস্তি কার্যকর ধরা হবে, আগামী মে মাসের আগে কোনো ধরনের ক্রিকেট খেলতে পারবেন না তারা। নিষেধাজ্ঞা তো আছেই, আর্থিক জরিমানাও করা হয়েছে এ দুজনকে। মাধেভেরে ও মাভুটার তিন মাসের বেতনের অর্ধেকটা কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট।
মাদকের সঙ্গে নাম জড়িয়েছে জিম্বাবুয়ের আরও এক ক্রিকেটারের। মাদক পরীক্ষায় গত সপ্তাহে পজিটিভ হন জিম্বাবুয়ের হয়ে ৭টি টেস্ট খেলা কেভিন কাসুজা। উইকেটরক্ষক এই ব্যাটসম্যানকে সাময়িক নিষিদ্ধ করা হয়েছে। মাধেভেরে-মাভুটার মতো নেশাজাতীয় মাদক নেওয়ার অভিযোগে নিষিদ্ধ হলেন জিম্বাবুয়ের হয়ে সর্বশেষ ২০২১ সালে টেস্ট খেলা কাসুজা।
গত বছরের ডিসেম্বরে মাদক পরীক্ষায় পজিটিভ হন মাধেভেরে ও মাভুটা। তাদের শরীরে বিনোদনমূলক মাদকের উপস্থিতি পাওয়া যায়। সে সময় ঘরের মাঠে চলা আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে দুজনই দলে ছিলেন। জিম্বাবুয়ে ক্রিকেটের খেলোয়াড় ও অফিশিয়ালদের জন্য তৈরি করা আচরণবিধি অনুযায়ী মাধভেরে ও মাভুটাকে অভিযুক্ত করা হয়।
মাধেভেরের বয়স সবে ২৩, দলটির অন্যতম প্রতিভাবান খেলোয়াড় তিনি। অফ স্পিনিং এই অলরাউন্ডারের অভিষেক বাংলাদেশের বিপক্ষে, ২০২০ সালে সিলেটে। জিম্বাবুয়ের হয়ে ২টি টেস্ট, ৩৬টি ওয়ানডে ও ৬০ টি-টোয়েন্টি খেলেছেন মাধেভেরে। আরও আগে থেকে খেলা লেগ স্পিনিং অলরাউন্ডার মাভুটা দেশের হয়ে ৪টি টেস্ট, ১২টি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি খেলেছেন।