যুক্তরাষ্ট্রের হামলা এ অঞ্চলের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে: ইরাক
ইরাকের প্রধানমন্ত্রীর সামরিক মুখপাত্র মোহাম্মদ শিয়া আল-সুদানি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক হামলা এই অঞ্চলের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে।
এদিকে ইরাকের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া রাসুল যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে বলেছেন, এসব হামলা ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন। এটি ইরাক সরকারের প্রচেষ্টাকে খাটো করে এবং ইরাক ও এই অঞ্চলকে শোচনীয় পরিণতির দিকে ঠেলে দেওয়ার হুমকি তৈরি করে।
গত সপ্তাহে জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে শুক্রবার ইরাক ও সিরিয়ায় ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এমন ও এর সমর্থনকারী সশস্ত্র গোষ্ঠীর ৮৫টিরও বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা করে যুক্তরাষ্ট্র।
জর্ডানে ওই হামলায় তিন মার্কিন সেনা নিহত হন। অন্যদিকে ইরাকের আনবার অপরারেশন কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় ১৬ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। তবে সরকারিভাবে হতাহতের খবর জানানো হয়নি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, 'এটি একটি দুঃসাহসিক পদক্ষেপ। সেইসঙ্গে এটি একটি কৌশলগত ভুলও। যার ফলে এই অঞ্চলে উত্তেজনা ও অস্থিতিশীলতা বাড়বে।'