৯৫ দিন পর ভোমরা বন্দর দিয়ে রপ্তানি শুরু
টানা ৯৫ দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে আবারও শুরু হয়েছে রপ্তানি কার্যক্রম।
সোমবার বেলা ২টায় বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি কার্যক্রম শুরু হয়। এর আগে টানা ৮৭ দিন পর গত ২০ জুন বিকেলে ভোমরা বন্দর দিয়ে ভারত থেকে শুরু হয়েছিল আমদানি কার্যক্রম।
ভোমরা স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা এনাম হোসেন জানান, টানা ৯৫ দিন পর আজ থেকে এ বন্দর দিয়ে রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। দুই ট্রাক মশারির নেট, রাইচ ব্র্যান অয়েল ও ঝুট কাপড় ভারতে পাঠানোর মাধ্যমে শুরু হয় রপ্তানি কার্যক্রম। তবে পণ্যবাহী কত ট্রাক ভারতে গেল বা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করল, তার সঠিক পরিসংখ্যান সন্ধ্যার পর জানা যাবে।
তিনি বলেন, '২০ জুন ভারত থেকে আমদানি কার্যক্রম শুরু হয়েছিল। করোনাকালে ভোমরা বন্দরের রাজস্ব ক্ষতি হয়েছে আড়াই শ কোটি টাকারও বেশি।'
এদিকে ৯৫ দিন ভারতে আটকা পড়া ৯ বাংলাদেশি দেশে ফিরেছেন। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভোমরা বন্দর দিয়ে তারা দেশে ফেরেন। তাছাড়া ভারতে রপ্তানির জন্য জিরো পয়েন্টে অপেক্ষায় রয়েছে ৪০-৫০টি পণ্যবাহী ট্রাক।
ভোমরা ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক বিশ্বজিত সরকার জানান, করোনায় লকডাউনের কারণে ভারতে আটকা পড়েছিলেন ওই বাংলাদেশিরা। আজ নয়জন দেশে ফিরেছেন। অবশ্য ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে আটকা পড়েছেন, তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায়নি দেশটির ইমিগ্রেশন।