১৯৭৫ সালের পর ৭ জানুয়ারির নির্বাচন সবচেয়ে অবাধ ও সুষ্ঠু হয়েছে: শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত মাসে (৭ জানুয়ারি) অনুষ্ঠিত সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো তাকে নির্বাচিত করা হয়েছে। ১৯৭৫ সালের পর দেশে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এটি।
প্রধান বিরোধী দল বিএনপির বর্জন করা ৭ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, 'আমি মনে করি ১৯৭৫ সালের পর অনুষ্ঠিত সব নির্বাচনের মধ্যে এবারের নির্বাচনটি সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।'
বুধবার (৭ ফেব্রুয়ারি) সরকারি বাসভবন গণভবনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।
তিনি বলেন, একজন সামরিক স্বৈরশাসকের হাতে প্রতিষ্ঠিত একটি দল (বিএনপি) এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধা দিতে চেয়েছিল বলেই নির্বাচন বানচাল করার অনেক ষড়যন্ত্র ও চক্রান্ত হয়েছিল।
'তবে এবারের নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে,' বলেন আওয়ামী লীগ প্রধান।
প্রধানমন্ত্রী বলেন, আগামী দিনগুলোতে বাংলাদেশের জন্য সামনের যাত্রা এত সহজ হবে না। অনেক বাধা অতিক্রম করতে হবে। এই বাংলাদেশকে ঘিরে অনেক ষড়যন্ত্র চলছে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশ আজ সামাজিক অর্থনৈতিক উন্নয়নে অনেক দূর এগিয়েছে। বাংলাদেশের মানুষ আজ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী।
দ্রব্যমূল্য নিয়ে শেখ হাসিনা বলেন, নির্দিষ্ট আয়ের মানুষ কিছুটা অসুবিধায় পড়ছে।
তিনি বলেন,'আমরা সবাই যদি পতিত জমিতে চাষ করি তাহলে খাদ্যের অভাব হবে না। বরং আমাদের উদ্বৃত্ত থাকতে পারে।'
প্রধানমন্ত্রী বলেন, সকল পতিত জমি চাষের আওতায় আনতে হবে এবং সরকার এ ব্যাপারে সহযোগিতা দেবে।
উন্নয়ন প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী তাদের কর্মের মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনেরও আহ্বান জানান।