‘নড়লেই গুলি’: গাজায় হাসপাতালের বাইরে ২১ বেসামরিক ব্যক্তিকে হত্যা করল ইসরায়েলি স্নাইপার
অন্তত ২১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি স্নাইপারেরা। দক্ষিণ গাজার খান ইউনিসে নাসের হাসপাতালে পৌঁছানোর চেষ্টাকালে বাস্তুচ্যুত ওই ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে একাধিক স্নাইপার।
রাফাহ থেকে আল জাজিরা'র প্রতিনিধি হানি মাহমুদ জানান, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ইসরায়েলি স্নাইপারেরা হাসপাতালটির চারপাশে অবস্থান নিয়েছে এবং 'কোনো বস্তু নড়লেই গুলি চালাচ্ছে'।
নাসের হাসপাতালের আশপাশের ঘনবসতিপূর্ণ এলাকা থেকে মানুষজন বর্তমানে এ হাসপাতালে আসার চেষ্টা করছেন।
খান ইউনিসে একমাত্র এ হাসপাতালেই কিছু পানি অবশিষ্ট আছে বলে আল জাজিরা'র প্রকিবেদন জানান।
অধিকারকর্মীরা বলছেন, হাসপাতাল, চিকিৎসক, নার্স, প্যারামেডিক ও অ্যাম্বুলেন্সের ওপর ইসরায়েলি বাহিনীর বারংবার আক্রমণ যুদ্ধাপরাধের জন্য তদন্ত হওয়া উচিত।
মাহমুদ বলেন, এ ঘটনা ইসরায়েলি স্নাইপারদের 'লক্ষ্য নির্ধারণ করে হত্যার নতুন ধারাকে' প্রতিনিধিত্ব করে। ইসরায়েলি বাহিনীর এসব স্নাইপার রাস্তাঘাটে ফিলিস্তিনিদের নিজেদের লক্ষ্যবস্তু করছে বলে জানান তিনি।
এছাড়া হাসপাতালের ছাদে জড়ো হওয়া একদল তরুণকে লক্ষ্য করে ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছে। আল জাজিরা'র প্রতিবেদনে জানানো হয়, যোগাযোগব্যবস্থা সীমাবদ্ধ করার কারণে ওই তরুণেরা ছাদে উঠে মোবাইলে ইন্টারনেট সিগন্যাল পাওয়ার চেষ্টা করছিলেন।
গত ২৪ ঘণ্টায় ১০৭ ফিলিস্তিনি নিহত ও ১৪২ জন আহত হয়েছেন।