আবারও হাসপাতালে ভর্তি মাহাথির
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) তার মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
মাহাথির একটি ইনফেকশনে ভুগছেন। তবে ঠিক কি ধরনের ইনফেকশন সেটি প্রকাশ করা হয়নি।
৯৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীর হৃদরোগজনিত কিছু জটিলতা রয়েছে। সম্প্রতি কয়েক বছর হলো তিনি চিকিৎসার জন্য নিয়মিত হাসপাতালে যাতায়াত করেছেন। তার বাইপাস সার্জারিও করা হয়েছে।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার খবরে বলা হয়েছে, মঙ্গলবার সাবেক এই প্রধানমন্ত্রীর আদালতে যাওয়ার কথা ছিল। কিন্তু শারীরিক অবস্থার কারণে তিনি যেতে পারেননি।
ওই মুখপাত্র বলেন, 'গত ২৬ জানুয়ারি মাহাথিরকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। এখন তিনি ইনফেকশনের জন্য চিকিৎসা নিচ্ছেন।'
মাহাথির ২০০৩ সাল পর্যন্ত ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। এরপর ২০১৮ সালে ৯২ বছর বয়সে সংস্কারবাদী জোটের প্রধান হিসেবে ক্ষমতায় ফিরে আসেন। কিন্তু অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ২০২০ সালে সেই প্রশাসন ভেঙে পড়ে।
অনুবাদ: রেদওয়ানুল হক