শেষ মুহূর্তের গোলে মায়ামিকে বাঁচালেন মেসি
মৌসুমের প্রথম ম্যাচে গোল পাননি, তবে গোল করিয়ে দলকে জেতাতে অবদান রেখেছিলেন। এবার মেজর লিগ সকারে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইন্টার মায়ামিকে বাঁচালেন লিওনেল মেসি। আর্জেন্টাইন কিংবদন্তির শেষ মুহূর্তের গোলে পয়েন্ট নিয়ে ফিরতে পেরেছে টাটা মার্তিনোর দল।
ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগে মায়ামির ত্রাণকর্তা হয়ে আসেন মেসি। বার্সেলোনায় নিজের পুরোনো সঙ্গী জর্দি আলবার সঙ্গে মিলে আগের সেই ঝলক দেখান এলএম টেন। যোগ করা সময়ের দ্বিতীয় মায়ামির হয়ে সমতাসূচক গোলটি করেন মেসি।
জর্দি আলবার অ্যাসিস্টে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন মেসি। শেষ পর্যন্ত এলএ গ্যালাক্সি- ইন্টার মায়ামি ম্যাচটি শেষ হয় ১-১ গোলের সমতায়। এবারের এমএলএসে এটিই মেসির প্রথম গোল।
ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও কোনো দলই গোলের দেখা পায়নি। ৭৫ মিনিটে গ্যালাক্সিকে এগিয়ে দেন জোভেলভিচ। ম্যাচ জয়ের পথে থাকা গ্যালাক্সিকে হতাশ করেন মেসি। প্রথম ম্যাচ জেতার পর দ্বিতীয় ম্যাচ ড্র করে দুই ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করল ইন্টার মায়ামি।
১-১ গোলের ড্রয়ে এমএলএসে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে ইন্টার মায়ামি। এর আগে রিয়েল সল্ট লেককে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে এবারের এমএলএস শুরু করেছিল মায়ামি। রিয়েল সল্ট লেক, এলএ গ্যালাক্সি দল দুটি ওয়েস্টার্ন কনফারেন্সের।