রেকর্ড ৬৪ দেশে দেখানো হবে বিপিএল ফাইনাল
আগামীকাল বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা নিজেদের শিরোপা সংখ্যা বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে খেলবে, অপরদিকে বরিশাল চাইবে নিজেদের প্রথম শিরোপা জিততে।
অসাধারণ এক ম্যাচ দেখার প্রত্যাশায় ক্রিকেটপ্রেমীরা। বাংলাদেশ ছাপিয়ে যেই উন্মাদনা পৌঁছে যাবে বিশ্বের সব প্রান্তে। ৬৪টি দেশে সম্প্রচারিত হবে এবারের বিপিএলের ফাইনাল।
এর আগে কখনও একসঙ্গে এত জায়গায় বিপিএলের কোনো ম্যাচ দেখানো হয়নি। বাংলাদেশে গাজী টিভি ও টি-স্পোর্টসের টিভি চ্যানেলের পাশাপাশি র্যাবিটহোল ও টি-স্পোর্টসের ইউটিউব প্লাটফর্মে দেখা যাবে ম্যাচটি। ভারতে ম্যাচটি দেখা যাবে ফ্যানকোড নামের একটি প্লাটফর্মে।
পাকিস্তানে ফাইনালটি সম্প্রচার করবে টেন স্পোর্টস। সর্বোচ্চ ২৩টি দেশে কুমিল্লা ও বরিশালের এই ম্যাচ সম্প্রচার করবে উইলো ক্রিকেট নামের একটি চ্যানেল। যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর মতো দেশ আছে এই তালিকায়।
এছাড়া মধ্যপ্রাচ্য ও আফ্রিকা সহ ২৭টি দেশে ফাইনালটি সম্প্রচারিত হবে কয়েকটি চ্যানেলের মাধ্যমে। আরব আমিরাত, সৌদি আরব, তিউনিশিয়া, মিশর, আলজেরিয়া, ওমান সহ ইত্যাদি দেশে খেলাটি সম্প্রচার করবে স্টার্জপ্লে, ওরিডু, মবিলি নামের চ্যানেলগুলো।