১০ কার্যদিবসের মধ্যে অক্সিজেন সিলিন্ডারের মূল্য নির্ধারণে হাইকোর্টের নির্দেশ
আগামী দশ কার্যদিবসের মধ্যে করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাজারে অক্সিজেন সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণে দ্রুত এর যৌক্তিক মূল্য নির্ধারণ করতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে করোনাভাইরাস পরিস্থিতিতে চিকিৎসা সেবা নিশ্চিতে আরও চার দফা নির্দেশনা দিয়েছেন আদালত।
নির্দেশনাগুলো হলো: বিনা চিকিৎসায় রোগী ফেরতের ঘটনায় দায়েরকৃত রিটের অভিযোগগুলোর তদন্ত প্রতিবেদন ২১ জুলাইয়ে মধ্য হাইকোর্টে দাখিল; ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্ত রোগীদের কোভিড-১৯ উপসর্গ থাকলে ৩৬ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে টেস্ট করে চিকিৎসা অব্যাহত রাখা; বেসরকারি হাসপাতালের আইসিইউ অস্বাভাবিক বিল আদায় করলে দূর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের করা; বিনাচিকিৎসার ব্যাপারে অভিযোগ দায়েরের জন্য স্বাস্থ্য অধিদপ্তর অনলাইনে অভিযোগ গ্রহণের পদ্ধতি চালু করা।
পৃথক পাঁচটি রিটের ওপর শুনানি করে বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চ সোমবার এই আদেশ দেন।