মেরামতের পর খুলে দেওয়া হলো পোস্তগোলা ব্রিজ
মেরামতের কাজ শেষে আজ শনিবার (৯ মার্চ) সকালে খুলে দেওয়া হয়েছে রাজধানীর বুড়িগঙ্গা নদীর ওপর নির্মিত পোস্তগোলা ব্রিজ। টানা ১৫ দিনের সংস্কার কাজ শেষে আজ সকাল ৬টা থেকে সেতুতে শুরু হয় সব ধরনের যান চলাচল।
সেতুটি ঢাকার অন্যতম প্রবেশ পথ হওয়া, বন্ধ থাকাকালে রাজধানীর বাবুবাজার সেতুতে ব্যাপক যানজট দেখা দেয়। আজ গোস্তগোলা সেতু খুলে দেওয়ায় যানজটের এই তীব্রতা কমবে বলে আশা করছেন সেতু ব্যবহারকারীরা।
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার (নারায়ণগঞ্জ সার্কেল) মোহাম্মদ নাজমুল হক আজ ডেইলি স্টারকে বলেন, "মেরামত কাজ শেষ হয়েছে। আজ (শনিবার) সকাল ৬টা থেকে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।"
গত ২২ ফেব্রুয়ারি পোস্তগোলা সেতুর মেরামত কাজ শুরু করে সওজ। ওইদিন থেকে সেতুতে ট্রাক, পিকআপ ভ্যান, কাভার্ড ভ্যান, লরি এবং কারের মতো ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।