বৃহস্পতি গ্রহের অসাধারণ ছবি প্রকাশ করল নাসা
আমরা এখন এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, যেখানে নিয়ম মেনে ঘরে বন্দী হয়ে থাকা ছাড়া উপায় নেই। বাইরে গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, খোলা মাঠে বা পার্কে দৌড়ানো, রাতের আকাশে তারা দেখার কথা মনে পড়ছে হয়তো আমাদের। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে যেমন প্রিয়জনদের সঙ্গে আড্ডা, অফিসের কাজ চলছে, তেমনই রাতের আকাশের সঙ্গে আমাদের দেখা করিয়ে দিতে কাজ করছে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
এবছর পৃথিবীর চারপাশে ঘূর্ণায়মান আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের (ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন) ২০ বছর পূর্তি উপলক্ষ্যে বৃহস্পতি গ্রহের ৩০টি ছবি প্রকাশ করেছে নাসা।
হাবল টেলিস্কোপে তোলা এই ছবিগুলোতে খুব কাছ থেকে দেখা যাচ্ছে বৃহস্পতিকে। এর গায়ের অদ্ভুত নীল কারুকাজ দেখে মনে হচ্ছে প্রকৃতি যেন নিজের হাতে রঙ গুলে এঁকেছে। ফাঁকে ফাঁকে কমলা-লাল আর ধূসর বৃত্তগুলো ভ্যান গঁখের স্টারি নাইট ছবিটার কথা মনে করিয়ে দেয়।
২০০৬ সালের ১৯ জানুয়ারি মহকাশে 'নিউ হরাইজন' বা নতুন দিগন্ত নামের মহাকাশযান পাঠায় নাসা। ২০০৭ সালের ফেব্রুয়ারিতে বৃহস্পতির কক্ষপথে পৌঁছায়। ৬ মাস ধরে বৃহস্পতি গ্রহের ছবি তুলেছে সে। তারপর ২০১৫ সাল পর্যন্ত নেপচুনের কক্ষপথ ঘুরে অসাধারণ সব ছবি তুলে এনেছে সে।
এরপর ২০১১ সালে মহাকাশযান 'জুনো'কে পাঠানো হয় বৃহস্পতির কাছে। ২০১৬ সালে গ্রহটির কষপথে পৌঁছায় জুনো। এরপর থেকেই বৃহস্পতির অসাধারণ সব ছবি তুলে পাঠাচ্ছে সে।