এ বছর বাংলাদেশে আসতে পারেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান: পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ বছরের দ্বিতীয়ার্ধে বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে। সোমবার (১১ মার্চ) এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
তুরস্ক, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয় মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান।
গত বছর বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসেফ এসা আল দুহাইলান ঘোষণা করেছিলেন, মোহাম্মদ বিন সালমান ২০২৪ সালে বাংলাদেশ সফর করবেন।
২০২৩ সালের সেপ্টেম্বরে ঢাকায় দূতাবাসে ৯৩তম সৌদি জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত এ ঘোষণা দেন।
এদিকে সোমবারের প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১ মার্চ থেকে তুরস্কে তিন দিনব্যাপী আন্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম ২০২৪-এ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের মুখোমুখি বৈঠক খুবই সহায়ক ছিল। অনুষ্ঠানে ৭৩টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী ফোরামের সাইডলাইনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং সুইস পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিসের সঙ্গে বৈঠক করেন। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
হাছান মাহমুদ আরও বলেন, ৫ মার্চ জেদ্দায় ওআইসি-এর এক্সট্রাঅর্ডিনারি সিএফএম-এ যোগ দিয়ে তিনি গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিষয়ে বাংলাদেশের দৃঢ় অবস্থান এবং ইসরায়েল বর্জনের প্রস্তাবের কথা জানিয়েছেন।
এছাড়া সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহারের সঙ্গে বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, 'সৌদি আরবে প্রায় ৩০ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছেন এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা বাংলাদেশকে অগ্রাধিকার দিচ্ছেন।'