বাংলাদেশের সাম্প্রতিক ওয়ানডে ফর্ম নিয়ে চিন্তিত নন শান্ত
ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডেটাই বাংলাদেশের শক্তির জায়গা৷ অন্তত গত বেশ কয়েক বছরের পারফরম্যান্স সেটিই বলে। কিন্তু গত বিশ্বকাপ সহ আরও কয়েকটি সিরিজে নিজেদের হারিয়ে খুঁজেছে বাংলাদেশ। আগামীকাল থেকে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজ শুরু হবে চট্টগ্রামে।
সিরিজের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এলেন দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। জানালেন সিরিজ নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা। প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে নিয়েও প্রশ্নের উত্তর দিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ভালো না করা নিয়ে খুব একটা চিন্তিত নন শান্ত। বললেন, খারাপ সময় আসতেই পারে। সেটি কাটিয়ে উঠতে প্রস্তুত তার দল, 'সব সময় চ্যালেঞ্জ থাকবে। আন্তর্জাতিক যেকোনো দলের বিপক্ষে খেলার আগে চ্যালেঞ্জ থাক। যেটা বললেন ২০১৫ থেকে ২০২২ পর্যন্ত আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। কাজেই একটা বছর খারাপ যেতেই পারে। কিন্তু দল হিসেবে ঘুরে দাঁড়িয়ে এই বছরটা ভালোভাবে ফেরাটা গুরুত্বপূর্ণ। এরজন্য ভালোভাবে প্রস্তুত।'
সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু তার আগে ওয়ানডে ক্রিকেট খেকা কোনো প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে শান্ত বললেন, 'খুব একটা প্রভাব ফেলে না। কারণ এই জিনিসটা আমরা সবাই মানিয়ে নিয়েছে। গত চার-পাঁচ বছর ক্রিকেট এভাবেই এগুচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি নেওয়ার জন্য সিরিজ থাকে, বা প্রস্তুতির সুযোগ থাকে, সময়ও থাকে। মানসিকভাবে সবাই ফিট হতে পারে। সবাই এভাবেই খেলছে।'
গোটা টি-টোয়েন্টি সিরিজজুড়ে লঙ্কান ব্যাটসম্যানদের কাছে মার খেয়েছেন বাংলাদেশি বোলাররা। বিশেষ করে পেসাররা, ওয়ানডে সিরিজে কুশল পেরেরা-সামারাবিকরামাদের সামলানোর মন্ত্র কী হবে তা নিয়েও বললেন বাংলাদেশ অধিনায়ক, 'অবশ্যই বোলারদের চ্যালেঞ্জ থাকবে। এই ধরণের উইকেটে তারা কীভাবে মানিয়ে নিচ্ছে তা গুরুত্বপূর্ণ। আমরা না বুঝে অনেক সময় বলে ফেলি বোলাররা ভালো বল করে না। কিন্তু কন্ডিশনটা বোঝা উচিত প্রত্যেকে মানুষের। ইন্ডিভিজ্যুয়াল বোলার কে কত রান দিল তা নিয়ে চিন্তিত না। বোলিং ইউনিট হিসেবে কত ভালো বল করছি এটা গুরুত্বপূর্ণ।'