কেরালায় আফ্রিকান ফুটবলারের সঙ্গে বর্ণবাদী আচরণ ও মারধরের ঘটনা
ভারতের কেরালায় এক আফ্রিকান ফুটবলারকে মারধোরের ঘটনা ঘটেছে। ভারতের এই রাজ্যের মালাপপুরাম জেলায় একটি ফাইভ-এ-সাইড ম্যাচে সেই ফুটবলারকে বেধড়ক পিটিয়েছে স্থানীয় জনগণ। আইভরি কোস্টের সেই ফুটবলার বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন মালাপপুরামের পুলিশ প্রধানের কাছে।
২২ বছর বয়সী সেই আইভরি কোস্টের ফুটবলারকে স্থানীয় জনগণ তাড়া করে এবং ধরার পর তাকে পেটানোর ঘটনাও ঘটেছে। এছাড়াও তার সঙ্গে বর্ণবাদী আচরণ করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে পুরো ঘটনাটি।
আইভরি কোস্টের সেই ফুটবলারের নাম দিয়ারাসুবা হাসানে জুনিয়র। তিনি অভিযোগ করেছেন, তাকে 'কালো বিড়াল' ও 'আফ্রিকান বাঁদর' বলে ডাকা হয়েছে। তার দিকে পাথরও ছুঁড়ে মারা হয়েছে বলে দাবি করেছেন দিয়ারাসুবা।
ফাইভ-এ-সাইড ম্যাচে তিনি খেলছিলেন স্থানীয় ক্লাব নিউলালা পুকুলাথুরের হয়ে। প্রতিপক্ষ দলের সমর্থক ও টিম ম্যানেজমেন্টের লোকজন তাকে ধাওয়া করে মারধোর করে। রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় ঘটেছে এই ঘটনা।