দ্রুততম বাংলাদেশী হিসেবে ওয়ানডেতে ২০০০ রান সৌম্যর
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৬৮ রানের ইনিংস খেলার পথে একটি কীর্তি গড়েছেন সৌম্য সরকার। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ওয়ানডেতে দ্রুততম ২০০০ রান করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
রেকর্ডটি নিজের করে নিতে ৫৬ রান প্রয়োজন ছিল সৌম্যর। তার সামনে ছিলেন লিটন দাস ও শাহরিয়ার নাফিস। দুজনই ৬৫ ইনিংস খেলে ২০০০ ওয়ানডে রান পূর্ণ করেছেন।
সৌম্য ২০০০ রান করতে খেলেছেন ৬৪ ইনিংস। সাকিব আল হাসান ৬৯ ও তামিম ইকবাল ৭০ ইনিংসে করেছিলেন ২০০০ রান। সৌম্য আজ ৬৬ বলে ৬৮ রান করার পথে মেরেছেন ১১টি চার ও একটি ছয়।
৬৮ ম্যাচ খেলে ৬৪ ইনিংসে ব্যাট করেছেন সৌম্য। ৩২.৯৮ গড়ে তার রান ২০১২। প্রায় ৯৮ স্ট্রাইক রেটে এই রান করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ১২টি হাফসেঞ্চুরির সঙ্গে রয়েছে তিনটি সেঞ্চুরি। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারসেরা ১৬৯ রানের ইনিংস খেলেছেন সৌম্য সরকার।