গাড়ি তৈরিতে ফ্যাক্টরিতে হিউম্যানয়েড রোবট ব্যবহার করবে মার্সিডিজ
গাড়ি তৈরিতে ফ্যাক্টরিতে অ্যাপোলো হিউম্যানয়েড রোবটের ব্যবহার শুরু করতে যাচ্ছে অটোমোবাইল কোম্পানি মার্সিডিজ-বেঞ্জ। গত শুক্রবার রোবটির প্রস্তুতকারক কোম্পানি অ্যাপট্রোনিক এই তথ্য জানিয়েছে।
অ্যাপট্রোনিকের সিইও জেফ কার্ডেনাস এক বিবৃতিতে বলেন, "মার্সিডিজ কম দক্ষতাসম্পন্ন ও শারীরিকভাবে চ্যালেঞ্জিং কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে করতে অ্যাপোলো ব্যবহারের পরিকল্পনা করছে। আগামীতে এই মডেলটি অন্যান্য কোম্পানিও ব্যবহার করবে।"
অ্যাপোলো রোবটটি ৫ ফিট ৮ ইঞ্চি লম্বা; ওজন ১৬০ পাউন্ড। এটি ৫৫ পাউন্ড পর্যন্ত ভার তুলতে সক্ষম। কোম্পানিটির তথ্যমতে, বর্তমানে রোবটটি সিংগেল প্যাক ব্যাটারি দিয়ে চার ঘণ্টা কাজ করতে পারে।
সাধারণ রোবটের হাত ও পা-এর পাশাপাশি চোখে এলইডি লাইটস ও বুকে স্ক্রিন থাকে। যা বিভিন্ন ধরনের তথ্য স্ক্রিনে প্রদর্শন করা হয়। অন্যদিকে অ্যাপোলোর অবয়বে এমন একটি স্ক্রিন রয়েছে যা কিঞ্চিৎ হাসি কিংবা ব্যাটারি চার্জের অবস্থা প্রদর্শন করতে পারে।
অ্যাপোলোতে চার্জ করার জন্য বৈদ্যুতিক গাড়ির মতো প্লাগ-ইন ব্যবস্থা নেই। পরিবর্তে হিউম্যানয়েড রোবটের ব্যাটারি প্যাক রয়েছে যা ফুরিয়ে গেলে নতুন আরেকটি যুক্ত করতে হয়।
যদি কোনো চলমান বস্তু বা ব্যক্তি হাঁটতে থাকা অ্যাপোলো রোবটের কাছাকাছি আসে তবে এটি তা অনুভব করতে পারে। তাই নিরাপত্তাজনিত কারণে রোবটটি নড়াচড়া করা বন্ধ করে দেবে।
অ্যাপোলো রোবটটির কার্যক্রম সফটওয়্যারের মাধ্যমে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। কোম্পানির ওয়েবসাইটটির মতে, একটি গেম কন্ট্রোলার-এর মতো ডিভাইস থেকেও এই নিয়ন্ত্রণ করা সম্ভব।
মার্সিডিজ মূলত অ্যাপোলোকে গাড়ির যন্ত্রাংশ তদারকি করতে, যন্ত্রগুলোকে অ্যাসেম্বলি লাইনে আনতে ইত্যাদি কাজে ব্যবহার করবে।
মার্সিডিজ বেঞ্চ গ্রুপ ম্যানেজমেন্টের বোর্ড মেম্বার জর্জ বার্জার বলেন, "সবচেয়ে ভালো মানের গাড়ি তৈরি করতে আমরা প্রতিনিয়ত স্বয়ংচালিত উৎপাদনের ভবিষ্যৎ নিয়ে ভাবছি। এক্ষেত্রে রোবোটিক্স ও এআইয়ের অগ্রগতি আমাদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে।"
অনুবাদ: মোঃ রাফিজ খান