ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়াররুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)- কে বলেন, ‘মোহাম্মদপুর জোনের তিনটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।’
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় শুক্রবার (২২ মার্চ) বিকালে একটি বহুতল ভবনে আগুন লেগেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়াররুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)- কে বলেন, 'মোহাম্মদপুর জোনের তিনটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।'
তিনি বলেন, 'আমরা মাত্র খবর পেয়েছি ২৭ নম্বরে একটি ভবনের ছাদ থেকে ধোঁয়া উড়ছে। তবে এখনও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া কোন ভবনে আগুন লেগেছে তা-ও স্পষ্টভাবে জানতে পারিনি।'