জে-পপ, কে-পপের পর এবার দুনিয়া মাতাবে আই-পপ
জে-পপ ও কে-পপের সাফল্যের পর এবার আই-প দিয়ে ভারতীয় চার গায়িকা তাদের দল ডাব্লিউ.আই.এস.এইচ (উইশ) এর মাধ্যমে দুনিয়া মাতাতে চান। তাদের দল সম্পর্কে বলা হচ্ছে, "পুরো পৃথিবী তাদের মঞ্চ।"
এ দলের চার সদস্য হলেন: রিয়া দুজ্ঞাল (রি), সিমরান দুজ্ঞাল (সিম), জো সিদ্বার্থ (জো) এবং সূচিতা শিরকে (সূচি)। তাদেরকে বিগত ২০ বছরের মধ্যে ভারতীয় মূলধারার প্রথম নারী গানের দল বলা হচ্ছে।
ভারতের অনেক বিখ্যাত নারী সংগীতশিল্পী রয়েছেন যাদের মধ্যে লতা মুঙ্গেশকর, আশা ভোঁসলে কিংবা বর্তমানের শ্রেয়া ঘোষালের মত শিল্পী রয়েছেন। কিন্তু তারা প্রত্যেকেই ছিলেন সোলো আর্টিস্ট (একক শিল্পী)।
এমনকি নুরান সিস্টার্সের মত জুটি থাকলেও ভারতীয় নারীদের গানের দল সেভাবে কখনো বিখ্যাত হতে পারেনি।
জো সিদ্বার্থ বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে জানিয়েছেন, তাদের গানের দল এটি পরিবর্তন করতে চায় এবং বন্ধুত্ব ও নারী ক্ষমতায়নের মত ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তারা গানের দুনিয়ায় শীর্ষ স্থানে পৌঁছাতে চান।
তিনি ব্যাখ্যা দিয়েছেন, তাদের মুক্তি পাওয়া প্রথম গান 'লাজিজ' (উর্দুতে যার অর্থ সুস্বাদু) এমন একটি গান যেটি "আধুনিক নারীদের জীবনকে উদযাপন করার পাশাপাশি নিজেকে ভালোবাসার প্রতি গুরুত্ব দেয়।"
তিনি বলেন, "এটি আমার জন্য এবং আমাদের জন্য বিশেষ কিছু। আমরা নিজেদেরকে শুধু শিল্পী হিসেবেই নয়, মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। আমরা একসাথে এটি করছি এবং আমি এটির জন্য অনেক কৃতজ্ঞ।"
সম্প্রতি ভারতীয় সংগীত শিল্পী দিলজিৎ দোসাঞ্জ কোচেলাতে মঞ্চ মাতিয়ে এবং আন্তর্জাতিক তারকা এড শিরান ও সিয়ার সাথে জুটি বেঁধে বৈশ্বিক খ্যাতি পেয়েছেন।
জো মনে করেন, উইশের মাধ্যমে আই-পপ আন্তর্জাতিক মহলে অনেক পরিচিতি পাবে।
তিনি বলেন, "আমরা পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করতে চাই এবং সবখানেই আমাদের গান শোনাতে চাই।"
সনি মিউজিক এন্টারটেইনমেন্টের তত্ত্বাবধানে উইশ দলটি তৈরি করেছেন সংগীত প্রযোজক মাইকি ম্যাকক্লিয়ারি। দলটির প্রথম সদস্য রিয়া দুজ্ঞাল (রি) দর্শকদের থেকে ইতিবাচক সাড়া পেয়ে উল্লসিত হয়েছেন।
রি বলেন, "একদিনও হয়নি যে আমাদের গান মুক্তি পেয়েছে আর তার মধ্যেই আমাদের অসংখ্য ভক্ত হয়েছে। এবং তখনই আমরা বুঝতে পেরেছে, ভারত এটা কতটা চেয়েছিল এবং এর অপেক্ষায় ছিল। আমাদের দেখে যদি তরুণীরা পপ তারকা হতে চায় তাহলে সেটা খুবই ভালো হবে। আপনি যেটা চান সেটাই করতে পারবেন। আপনার নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে।"
যদিও তারা দু দশকের মধ্যে ভারতের প্রথম নারী ব্যান্ড দল, জো স্বীকার করেছেন তাতে কিছুটা চাপও থাকছে।
জো বলেন, "আমাদের নতুন মানদণ্ড তৈরি করতে হবে যেহেতু আমাদের প্রতি মানুষের প্রত্যাশা বেশী। কিন্তু এটি আনন্দের কারণ আমরা নতুন ধারা তৈরি করতে পাড়ি।"
দলটির প্রত্যেক সদস্যের ব্যক্তিত্বের প্রতি সম্মান রেখে উইশ বিখ্যাত পশ্চিমা নারী ব্যান্ড দল 'স্পাইস গার্লস' এবং 'লিটল ম্যাক্স' থেকে অনুপ্রেরণা নিতে চায়।
দলটির সদস্য সিমরান দুজ্ঞাল (সিম) বলেন, "জো খুবই শান্ত এবং মিষ্টি স্বভাবের। আমি একটু সাহসী এবং সূচি কিছুটা দুষ্ট ও চঞ্চল। রি আমাদের দলের বস, আমাদের দলনেতা।"
উচ্চাশা থেকে দলটি এখনই ভাবছে কাদের সাথে তারা জুটি বাঁধতে পারে। সিম বলেন, "আমরা বিটিএসকে ভালোবাসি। আমাদের দলে চারজন মেয়ে এবং তাদের দলে চারজন ছেলে। আমার মনে হয় আমরা একসাথে চমৎকার গান তৈরি করব।"
সূচি বলেছেন, এই মুহূর্তে উইশ স্বপ্নের রাজ্যে বসবাস করছে।
তিনি বলেন, "আমি এখন জীবনের সবকিছু উপভোগ করছি কারণ আমরা দুই বছর ধরে উইশ নিয়ে কাজ করছি। তাই এটি আমাদের সবার জন্য একটি মজার সময়।"
সূচি বলেন, "সময় এখন আমাদের।"
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়