এনড্রিকের ইতিহাস গড়া গোলে ইংল্যান্ডকে হারাল ব্রাজিল
ইতিহাস গড়ে ব্রাজিলকে জেতালেন 'বিস্ময়বালক' এনড্রিক। তার একমাত্র গোলে ইংল্যান্ডকে ওয়েম্বলি স্টেডিয়ামে হারিয়েছে ব্রাজিল। ২০০৯ এর পর এটিই ইংল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের প্রথম জয়। ২০ ম্যাচ পর ওয়েম্বলিতে হারের স্বাদ পেল থ্রি লায়ন্সরা।
মাত্র ১৭ বছর বয়সী এনড্রিক একবিংশ শতাব্দীতে ব্রাজিলের কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে গোল করলেন। সবমিলিয়ে ব্রাজিলের ইতিহাসে চতুর্থ কনিষ্ঠ গোলদাতা তিনি। ওয়েম্বলিতে গোল করা সবচেয়ে কম বয়সী ফুটবলারও তিনি।
ওয়েম্বলি স্টেডিয়ামে দুই দলই নেমেছিল শুরুর একাদশের বেশ কয়েকজন ফুটবলারকে ছাড়া। তবে মাঠের খেলায় সেটির ছাপ খুব একটা পড়েনি। প্রথমার্ধের খেলায় দুই দলই আক্রমণ শানালেও গোলের দেখা পায়নি কেউই।
দ্বিতীয়ার্ধের বেশ খানিকটা সময়ও কেটে যায় গোলশুন্যই। ম্যাচের ৮০ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ১৭ বছর বয়সী এনড্রিকের সুযোগসন্ধানী ফিনিশে এগিয়ে যায় ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রেত দুর্দান্ত একক দৌড়ের পর নেওয়া শট ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড বগলদাবা করতে পারেননি। বল এনড্রিকের সামনে পড়লে অরক্ষিত জালে পাঠাতে ভুল করেননি এই তরুণ তুর্কি।
এরপর ব্রাজিল কোনো গোল হজম না করলে ১-০ ব্যবধানেই শেষ হয় ম্যাচ। টানা তিন ম্যাচ হারার পর জয়ের দেখা পেল সেলেকাওরা। নতুন কোচ দরিভাল জুনিয়রের শুরুটাও হলো জয় দিয়েই।