৪র্থ দিনে বিক্রি শুরুর আড়াই ঘণ্টার মধ্যে শেষ ট্রেনের পশ্চিমাঞ্চলের অধিকাংশ অগ্রিম টিকেট
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিনে বিক্রি শুরু হওয়ার পর প্রথম আড়াই ঘণ্টার মধ্যেই পশ্চিমাঞ্চলের অধিকাংশ টিকিট বিক্রি হয়ে গেছে।
আজ (২৭ মার্চ) ৬ এপ্রিলের টিকেট ছাড়া হয়েছে। বিক্রি শুরু হয় সকাল ৮টায়।
সকাল সাড়ে ১০টা নাগাদ আজ পশ্চিমাঞ্চলের জন্য বরাদ্দ ১৪ হাজার ৮৬৭টি টিকিটের মধ্যে ১৩ হাজার ২৮৯টি টিকেট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে রেলওয়ের অনলাইন টিকেটিং পার্টনার সহজ।
সহজ জানিয়েছে, ই-টিকিট ওয়েবসাইটটিতে পিক সময়ে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে রেকর্ডসংখ্যক ভিজিটর পেয়েছে। এ সময় ওয়েবসাইটটিতে ৯৪.১ লাখ হিট হয়।
গতকাল একই সময়ে ই-টিকিট ওয়েবসাইটটিতে ৯৫.১ লাখ ভিজিটর হিট করে, যা এ বছরের সর্বোচ্চ।
আজ পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে আজ দুপুর ২টায়।
এবার ঢাকা থেকে আন্তঃনগর ও বিশেষ ট্রেনসহ বহির্গামী টিকিটের সংখ্যা মোট ৩৩,৫০০টি।