দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৪৫, বেঁচে গেল ৮ বছরের শিশু
ইস্টার উৎসব উপলক্ষ্যে গির্জার সমাবেশে যোগ দিতে আফ্রিকার বতসোয়ানা থেকে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে একটি বাস পাহাড়ি গিরিপথের একটি সেতু থেকে খাদে পড়ে গিয়ে তাতে আগুন ধরে যায়। বৃহস্পতিবার (২৮ মার্চ) ঘটা এ দুর্ঘটনায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন।
দেশটির উত্তরাঞ্চলীয় লিম্পোপো প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু একটি ৮ বছরের শিশু এ দুর্ঘটনায় বেঁচে গেছে এবং বর্তমানে সে চিকিৎসা নিচ্ছে। শিশুটি গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছেন তারা।
লিম্পোপো প্রাদেশিক সরকার জানিয়েছে, বাসটি মামাতলাকালা সেতু থেকে ছিটকে ৫০ মিটার খাদে পড়ে যায় এবং এতে আগুন ধরে যায়।
প্রাদেশিক সরকার জানিয়েছে, তল্লাশি অভিযান চলমান রয়েছে। কিন্তু অনেক মৃতদেহ পুড়ে যাওয়ায় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। কিছু মানুষ বাসের ভেতরে আটকা পড়েছিল এবং বাকিরা বাস থেকে ছিটকে পড়ে যায়।
ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এমন দুর্ঘটনা ঘটেছে। বাসের অন্যান্য যাত্রীদের মত এ দুর্ঘটনায় ড্রাইভারও নিহত হয়েছেন।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জানিয়েছেন, নিহতরা সবাই বতসোয়ানা থেকে ইস্টারের জনপ্রিয় তীর্থযাত্রার আয়োজক মোরিয়া শহরে যাচ্ছিল।
রামাফোসা সমবেদনা জানাতে বতসোয়ানার প্রেসিডেন্ট মোকগওয়েটসি মাসিসিকে ফোন করেছিলেন। রামাফোসার অফিসের একটি বিবৃতি অনুসারে, দক্ষিণ আফ্রিকার সরকার সর্বাত্মক সহায়তা প্রদান করবে।
দক্ষিণ আফ্রিকার পরিবহণ মন্ত্রী সিন্ডিসিওয়ে চিকুঙ্গা সড়ক নিরাপত্তা বিষয়ে একটি প্রচারণার জন্য লিম্পোপো প্রদেশে ছিলেন এবং দুর্ঘটনাস্থল পরিদর্শনের জন্য তার এই কর্মসূচি পরিবর্তন করেছেন বলে দেশটির পরিবহণ বিভাগ জানিয়েছে।
সিন্ডিসিওয়ে চিকুঙ্গা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তিনি হতাহতদের পরিবারের সমবেদনা জানিয়েছেন।