এবার ভিডিও গেম নিয়ে স্নাতক ডিগ্রি দেবে যুক্তরাজ্যের এক বিশ্ববিদ্যালয়
সন্তানের ভিডিও গেম খেলা নিয়ে সবসময় উদ্বিগ্ন থাকেন বাবা মায়েরা। পড়াশুনার ক্ষতি হবে ভেবে সন্তানকে দূরে রাখতে চান ভিডিও গেম খেলা থেকে। অনেক সময় বকাঝকাও করেন। তবে এখন যদি সেই ভিডিও গেম নিয়েই পড়াশুনা করা লাগে তখন কী অজুহাতে বকবেন অভিভাবকেরা?
ভিডিও গেম বা ই-স্পোর্টস বিষয়ে স্নাতক কোর্স চালু করতে যাচ্ছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাফেক (ইউওএস)। বিশ্বের বড় বড় গেম নির্মাতা প্রতিষ্ঠান ও খেলোয়াড়দের সহযোগিতায় ভিডিও গেম বিষয়ে স্নাতক ডিগ্রি পরিচালনা করা হবে এখন থেকে। খবর বিবিসির।
জানা গেছে, ২০২৫ সাল থেকেই ই-স্পোর্টস কোর্সে শিক্ষার্থী ভর্তি করানো হবে। বর্তমানে এ বিষয়ে অভিজ্ঞদের সাথে নিয়ে পাঠ্যক্রম তৈরির কাজ চলছে।
স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর বিকাশের কারণে সাম্প্রতিক বছরগুলোতে ই-স্পোর্টস বা ইলেকট্রনিক স্পোর্টস খেলোয়াড় এবং এ ধরনের প্রতিযোগিতার উত্থান দেখা গেছে। তরুণদের মধ্যে বিপুল আগ্রহ এ বিষয় নিয়ে।
অধ্যাপক স্টুয়ার্ট হারমার বলেন, 'এই কোর্সটির মাধ্যমে শিক্ষার্থীরা ই-স্পোর্টস শিল্পে প্রবেশ এবং এর উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।'
কোর্সটির ভেতরে গেম ডিজাইন, ই-স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট, লাইভ স্ট্রিমিং, ই-স্পোর্টস মার্কেটিং এবং প্রতিযোগিতামূলক গেমের বিশ্লেষণ প্রভৃতি অন্তর্ভুক্ত থাকবে।
ইউওএস-এর স্কুল অফ টেকনোলজি, বিজনেস অ্যান্ড আর্টসের ডিন মি. হারমার বলেছেন, 'আমরা ইংল্যান্ডের পূর্বাঞ্চলে প্রথম ই-স্পোর্টস স্নাতক কোর্স তৈরির পরিকল্পনা করতে পেরে রোমাঞ্চিত।'
বিশ্ববিদ্যালয়টি উচ্চমানের গেমিং কম্পিউটার দিয়ে সজ্জিত একটি ই-স্পোর্টস ল্যাব তৈরি করারও সিদ্ধান্ত নিয়েছে। নতুন এ ল্যাবের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে নিজস্ব গেমিং ইভেন্ট এবং টুর্নামেন্টের আয়োজন করবে।
মি. হারমার আরও বলেন, 'আমরা এই অঞ্চলের কলেজ এবং স্কুলগুলোতে ই-স্পোর্টস অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে একটি উল্লেখযোগ্য বৃদ্ধি প্রত্যক্ষ করেছি । এই কোর্সটির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের এ বিষয়ে তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার একটি মূল্যবান সুযোগ দিচ্ছি।'
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন