ভিডিও গেমসে এআই'র ব্যবহার নিয়ে ধর্মঘটে শিল্পীরা
অ্যাক্টিভিশন, ওয়ার্নার ব্রোস এবং ওয়াল্ট ডিজনির মতো প্রধান ভিডিও গেম নির্মাতাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা নিয়ে ধর্মঘট ডেকেছেন ভিডিও গেমে কাজ করা হলিউডের শিল্পী ও কলাকুশলীরা। খবর বিবিসি'র।
আড়াই হাজারেরও বেশি শিল্পীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন সাগ-আফট্রা এবং ভিডিও নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি নতুন চুক্তি নিয়ে দেড় বছর ধরে আলোচনা চলছে।
উভয় পক্ষ বেতন-ভাতা এবং চাকরির সুরক্ষার মতো বেশ কয়েকটি মূল ইস্যুতে একমত হলেও এআই প্রযুক্তি ব্যবহার নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। ফলশ্রুতিতে, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড-আমেরিকান ফেডারেশন অফ টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টস (সাগ-আফট্রা) ধর্মঘটের ডাক দিয়েছে।
শিল্পী ও কলাকুশলীদের দাবি, ভিডিও গেম নির্মাতারা তাদের সম্মতি ও ন্যায্য ক্ষতিপূরণ ছাড়াই জেনারেটিভ এআই প্রযুক্তি ব্যবহার করে তাদের কণ্ঠ ও শারীরিক অবয়ব গেমে ব্যবহার করতে পারে।
অন্যদিকে অভিনেতাদের ইউনিয়ন সাগ-আফট্রা বলেছে, অনেক বিষয়ে সমঝোতা হলেও ভিডিও গেম নির্মাতা কোম্পানিগুলো এআই ব্যবহার নিয়ে তাদের উদ্দেশ্য ও লক্ষ্য সুস্পষ্টভাবে পরিষ্কার করেনি।
এক বিবৃতিতে সাগ-আফট্রা বলে, 'আমরা এমন কোনও চুক্তিতে সম্মতি দিতে যাচ্ছি না যা সংস্থাগুলোকে আমাদের সদস্যদের ক্ষতির জন্য এআই অপব্যবহার করার অনুমতি দেয়'।
অন্যদিকে, ভিডিও গেম স্টুডিওগুলোর দাবি তারা ইতিমধ্যে যথেষ্ট ছাড় দিয়েছে। সাগ-আফট্রার সাথে আলোচনাকারী ১০টি ভিডিও গেম প্রযোজকদের মুখপাত্র অড্রে কুলিং বলেছেন, 'চুক্তির এত কাছাকাছি এসেও সাগ-আফট্রার পিছু হটার সিদ্ধান্তে আমরা হতাশ হয়েছি। তাদের উদ্বেগের সমাধান দিয়েছি আমরা। ইন্টারেক্টিভ মিডিয়া চুক্তির অধীনে কাজ করা সমস্ত শিল্পীদের এআই সুরক্ষার জন্য সম্মতি এবং ন্যায্য ক্ষতিপূরণের নিয়ম রাখা হবে'।
২০২২ সালের নভেম্বরে সাগ-আফট্রা ও ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যকার সর্বশেষ চুক্তির মেয়াদ শেষ হয়েছে। আলোচনাধীন নতুন চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত আগের চুক্তির মেয়াদই এক মাস করে বাড়ানো হচ্ছে। যদিও পুরোনো চুক্তিতে শিল্পী ও কলাকুশলীদের এআই সুরক্ষার বিষয়টির উল্লেখ নেই।
গত বছর, মার্কিন যুক্তরাষ্ট্রে টিভি এবং চলচ্চিত্র অভিনেতারাও সাগ-আফট্রার নেতৃত্বে ধর্মঘটের ডাক দেন। এই ধর্মঘট ১১৮ দিন স্থায়ী হয়েছিল, যা ইউনিয়নের ৯০ বছরের ইতিহাসে দীর্ঘতম। এআই সুরক্ষাসহ নতুন বেতন এবং সুবিধায় ১ বিলিয়ন ডলারের চুক্তি জিতেন তারা।
বিনোদন শিল্প প্রকাশনা ডেডলাইন অনুসারে, গত বছরের টিভি এবং চলচ্চিত্র অভিনেতাদের পাশাপাশি লেখকদের সম্মিলিত ধর্মঘটের ফলে ক্যালিফোর্নিয়ার অর্থনীতিতে ৬ দশমিক ৫ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন