দুর্নীতির মামলায় ইমরান খানের সাজা স্থগিত করলেন ইসলামাবাদ হাইকোর্ট
তোষাখানা দুর্নীতির এক মামলায় পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্ট দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ১৪ বছরের সাজা স্থগিত করেছেন। এই মামলায় কারাদণ্ড ভোগ করছিলেন জনপ্রিয় এই বিরোধী নেতা।
৭১ বছরের ইমরান অবশ্য আরো দুটি মামলায় আনীত অভিযোগ– অবৈধভাবে বর্তমান স্ত্রীকে বিয়ে করা এবং রাষ্ট্রীয় তথ্যফাঁসের দায়েও কারাদণ্ড পেয়েছেন।
ইমরানের দল তেহরিক -ই- ইনসাফ পাকিস্তানের একজন মুখপাত্র জানান, তোষাখানার রাষ্ট্রীয় উপহার বিক্রির দায়ে ইমরানকে দেওয়া সাজা স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট, এই রায়ের বিরুদ্ধে একটি আপিলও করা হয়েছে।
আহমেদ জানজুয়া নামের ওই মুখপাত্র বলেন, 'বিচারিক আদালত ইমরানকে যথাযথ আইনি সাহায্য নেওয়ার সুযোগ দেননি এবং আসামিপক্ষকে যুক্ততর্ক উপস্থাপন শেষ হওয়ার আগেই তড়িঘড়ি করে রায় দেয়।"
গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত পাকিস্তানের সাধারণ নির্বাচনের আগেই ইমরানকে এ তিন মামলায় দোষী সাব্যস্ত করে রায় দেওয়া হয়। বিশ্লেষকদের মতে, নির্বাচন থেকে ইমরান খান ও পিটিআইকে দূরে সরিয়ে রাখতেই এই অপচেষ্টা করা হয়।