সুপারম্যানের প্রথম কমিক নিলামে রেকর্ড ৬ মিলিয়ন ডলারে বিক্রি হলো
মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক হেরিটেজ অকশন থেকে সাম্প্রতিক পরিচালিত একটি নিলামে সুপারম্যানের সাথে পাঠকদের পরিচয় করিয়ে দেওয়া করা প্রথম কমিক বইটি (১৯৩৮ সাল) ৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। হেরিটেজ অকশনের তথ্যমতে, এটি এখন পর্যন্ত বিক্রি হওয়া সবচেয়ে দামি কমিক হয়ে উঠেছে।
হেরিটেজ অকশন এটিকে 'এখন পর্যন্ত প্রকাশিত সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী কমিক বই' বলে অভিহিত করেছে কারণ এটি ৮৬ বছর আগে প্রথম প্রকাশিত হয়ে মাত্র ১০ সেন্টের বিনিময়ে বিশ্বের কাছে সুপারম্যানকে পরিচয় করিয়ে দিয়েছিল।
হেরিটেজ অকশনের ভাইস প্রেসিডেন্ট ব্যারি স্যান্ডোভাল একটি বিবৃতিতে বলেছেন, "সুপারম্যান এবং অ্যাকশন কমিকস নং ১ ছাড়া হয়ত কমিকের স্বর্ণযুগ আসতো না বা কমিকের দুনিয়া আজকের মতো হয়ে উঠত না।"
পুরোনো হলেও কমিকটি এখনো ভালো অবস্থায় আছে। এর রঙ এখনো আগের মতো প্রাণবন্ত আছে, শুধু উপরের অংশের সামান্য কিছু ক্ষতি হওয়া ছাড়া। হেরিটেজ অকশন উল্লেখ করেছে, কমিকটির বর্তমানে শুধু দুটো ভালো কপি আছে। এটির ২ লাখ মুদ্রিত কপির মধ্যে বর্তমানে একশ কপি টিকে আছে বলে ধারণা করা হয়।
দুই বন্ধু জেরি সিগেল এবং জো শাস্টারের লেখা গল্প থেকে কমিকটি নিজ গ্রহের ধ্বংস থেকে বাঁচানোর জন্য পৃথিবীতে পাঠিয়ে দেওয়া এক এলিয়েন শিশুর কথা বলে যে পরবর্তীতে সুপারম্যান হয়ে উঠে। এতে সুপারম্যানের ভালোবাসার মানুষ লোইস লেনকেও পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।
হেরিটেজ অকশন জানিয়েছে, এই বিশেষ কমিকটির মূল্য এত বেশী যে এর প্রতিটি পৃষ্ঠা আলাদাভাবে ৬০ হাজার ডলার পর্যন্ত বিক্রি হয়েছে। এই কমিকের অন্যান্য অনুলিপিও রেকর্ড দামে বিক্রি হয়েছিল যার মধ্যে একটি ২০২১ সালে ৩.২৫ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। এটি তখনকার সবচেয়ে দামি কমিকে পরিণত হয়েছিল।
আত্মপ্রকাশের পর থেকে মার্কিন পপ সংস্কৃতিতে সুপারম্যান চরিত্রটি খুবই বিখ্যাত হয়ে উঠেছিল। এর খ্যাতি পরবর্তীতে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। সুপারম্যানকে নিয়ে পরবর্তীতে আরো অসংখ্য কমিকের পাশাপাশি ব্লকবাস্টার সিনেমা, বই, খেলনা এবং অন্যান্য সামগ্রী বানানো হয়েছে যা চরিত্রটিকে অনন্য করে তুলেছে।