রমজানে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস পেয়েছে মাত্র ০.৩৫ শতাংশ মানুষ
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2024/04/09/beef-egg-milk.jpg)
এবারের রমজানে দেশের ৩৫টি জেলায় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করা হলেও দেশের মাত্র ০.৩৫ শতাংশ মানুষ তা কিনতে পেরেছেন। অর্থাৎ প্রতি ২৮৬ জন মানুষের মধ্যে ১ জনে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস কিনেছেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য বিশ্লেষণ করে এমনটাই উঠে এসেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে দেশের বর্তমান জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ জন। আর এত বিশাল জনগোষ্ঠীর মধ্যে গত ২৭ রমজান (৭ এপ্রিল) পর্যন্ত সুলভ মুল্যে দুধ, ডিম, মাংস কিনেছেন ৫ লাখ ৯১ হাজার ৯৭১ জন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে রমজান উপলক্ষে ঢাকাসহ ৩৫টি জেলায় সুলভ মুল্যে দুধ, ডিম, মাংস বিক্রি করা হচ্ছে। প্রথমে রাজধানীতে এ কার্যক্রম শুরু হলেও বর্তমানে ঢাকাসহ ৩৫টি জেলায় সুলভ মুল্যে এসব পণ্য বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, উৎপাদন খরচ ও আনুষঙ্গিক ব্যয় বিবেচনায় ঢাকা জেলা ছাড়া বাকি জেলাগুলোতে পণ্যের দামের তারতম্য রয়েছে এবং বিভিন্ন তারিখে এই কার্যক্রম শুরু হয়েছে।
২৭ রমজান পর্যন্ত মোট ১ লক্ষ ৯৯ হাজার ১৬৮ কেজি গরুর মাংস, ৫ হাজার ১৩১ কেজি খাসির মাংস, ২ লক্ষ ১৬ হাজার ৪২৭ কেজি ড্রেসড ব্রয়লার, ২ লক্ষ ৩৮ হাজার ৮৬১ লিটার তরল দুধ ও ৪২ লক্ষ ৯ হাজার ৩৫৬টি ডিম বিক্রি করা হয়েছে।
২৭ রমজান পর্যন্ত সর্বমোট ২২ কোটি ৩৩ লক্ষ টাকার এসব পণ্য বিক্রি করা হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল এবং দুগ্ধ প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানসহ অন্যান্য অংশীজনের সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
উল্লেখ্য, রমজাম উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে গত ১০ মার্চ থেকে রাজধানীর ৩০টি স্থানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস এবং ৮টি স্থানে মাছ বিপণন করা হচ্ছে। রাজধানীতে তরল দুধ প্রতি লিটার ৮০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৬০০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৯০০ টাকা, ড্রেসড ব্রয়লার প্রতি কেজি ২৫০ টাকা এবং ডিম প্রথমদিকে ৯.১৭ টাকা হিসেবে ১ ডজন ১১০ টাকা দরে বিক্রি করা হলেও বর্তমানে প্রতি ডজন ১০০ টাকা দরে বিক্রয় করা হচ্ছে।
মাছ বিক্রয় কার্যক্রম ১৫ রমজানে শেষ হলেও দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম ২৮ রমজান পর্যন্ত চলে।
রমজান মাসে জনসাধারণ যেন সহজেই প্রাণিজ আমিষের চাহিদা মেটাতে পারে, সে বিষয়টি মাথায় রেখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান গত মাসের ১০ তারিখে পবিত্র রমজান উপলক্ষে সুলভ মুল্যে দুধ, ডিম, মাংস ও মাছ বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন।