‘প্রত্যাশা খুব একটা করার দরকার নেই’- বিশ্বকাপ প্রসঙ্গে শান্ত
প্রতিপক্ষ ভেদে পরিকল্পনার ভিন্নতা থাকে। একইভাবে প্রতাশ্যার ঘুড়িতেও থাকে লাগাম। কিন্তু বিশ্বকাপ এগিয়ে এলেই যেন বাংলাদেশ দল নিয়ে প্রত্যাশার বেলুন ফুলেফেঁপে ওঠে। প্রিয় ফরম্যাট বলে ওয়ানডেতে থাকে আকাশচুম্বী আশা। টি-টোয়েন্টি বিশ্বকাপেও কম আশা করা হয় না। কিন্তু নাজমুল হোসেন শান্ত এই চর্চা থেকে বেরিয়ে আসতে চান। দর্শকদের উদ্দেশ্যে বাংলাদেশ অধিনায়কের আর্জি, তারা যেন বেশি প্রত্যাশা না রাখেন।
গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে প্রত্যাশার শেষ ছিল না। অনেক সাবেক ক্রিকেটারই আশার কথা জানাতে গিয়ে বলেন, প্রিয় দলের পথচলাটা দারুণ হবে। কেউ কেউ বাংলাদেশকে সেমি-ফাইনালেও দেখেছেন। যদিও দেখতে হয়েছে ভিন্ন বাস্তবতা। ব্যর্থতার বৃত্তে আটকে যাওয়া বাংলাদেশ ৯ ম্যাচে মাত্র ২টি ম্যাচ জেতে।
সর্বশেষ অভিজ্ঞতাই যেন শান্তকে অতি সাবধানী করে তুলেছে। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে দর্শকদেরও সাবধানতা মানতে বলছেন তিন ফরম্যাটেই বাংলাদেশের নেতৃত্বে থাকা বাঁহাতি এই ব্যাটসম্যান। মঙ্গলবার ঢাকায় একটি অনুষ্ঠানে শান্ত বলেন, 'প্রতি বছরই আমি দেখি, বিশ্বকাপের আগে এসব নিয়ে অনেক কথা হয়। প্রত্যাশা... এটা করব, সেটা করব। আমার একটা অনুরোধ থাকবে আপনাদের (দর্শক) কাছে, প্রত্যাশাটা খুব একটা করার দরকার নেই।'
'প্রত্যাশাটা সবার মনের ভেতরেই থাক। আপনারাও জানেন, বাংলাদেশ দল কী চায়। আমরা ক্রিকেটাররাও জানি, আমরা দলকে কতোদূর নিয়ে যেতে চাই। সবাই চায় যে, আমরা অনেক বড় কিছু করি। তবে এটা নিয়ে যখন অনেক বেশি মাতামাতি হয়, তখন আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে না। আসলে দরকার নেই। ফল যখন হবে, তখন এমনিই বোঝা যাবে।' যোগ করেন তিনি।
প্রতাশার চাপ কাঁধে চাপাতে চান না শান্ত। সব সময়ের মতো নিজেদের সবটুকু দিয়ে লড়াই করাই তার একমাত্র লক্ষ্য, 'এই দলটা যে খেলবে, এরা প্রত্যেকটা ম্যাচে জেতার জন্য ১২০ শতাংশ দেবে। এই নিশ্চয়তা আমি দিতে পারি এবং প্রত্যেকটা ম্যাচ জেতার জন্যই খেলবে। প্রতি বছর আমরা যখন খেলি, প্রত্যেকটা ম্যাচ অনেক আশা নিয়েই খেলি। তো আমরা যেটা পারি, সে জিনিসটা করারই চেষ্টা করব। তবে আগে থেকেই অনেক আশা করছি, এবার অনেক বেশি প্রত্যাশা করছি... একটাই অনুরোধ করব, আমরা যেন এসব নিয়ে বেশি মাতামাতি না করি।'
আগামী ১ জুন মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সংক্ষিপ্ততম এই ফরম্যাটের বিশ্ব আসরটি চলবে ২৯ জুন পর্যন্ত। ২০ দলের বিশ্বকাপে বাংলাদেশ এবার 'ডি' গ্রুপে আছে। গ্রুপের বাকি চার দল হচ্ছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। ৭ জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হবে বাংলাদেশের।