ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি রাষ্ট্রীয় পর্যায়ে হামলা শেষ হয়েছে: আঞ্চলিক গোয়েন্দা সূত্র
একটি আঞ্চলিক গোয়েন্দা সূত্র বলেছে, ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি রাষ্ট্রীয় পর্যায়ে হামলা 'শেষ হয়েছে'। সূত্রটি শুক্রবারের (১৯ এপ্রিল) আক্রমণের পর ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে জ্ঞাত।
প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকা ওই সূত্র নাম না প্রকাশের শর্তে সিএনএনকে এসব তথ্য জানিয়েছে।
ওই সূত্র বলেছে, তার জানামতে, ইসরায়েলের হামলার পাল্টা জবাব না দেওয়ার কথা রয়েছে ইরানের। তবে তেহরান পাল্টা জবাব কেন দেবে না তার কারণ জানানি তিনি।
ইরান সরকারের কর্মকর্তারা এখন পর্যন্ত জানিয়েছেন, শুক্রবারের আক্রমণে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ইসরায়েলের সেনাবাহিনী এখনও কোনো মন্তব্য করেনি; আর ইরান আক্রমণের উৎস শনাক্ত করেনি।
উল্লেখ্য, শুক্রবার ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ইস্পাহান বিস্ফোরণে কেঁপে ওঠে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইরানে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইসরায়েল।
এর আগে গত শনিবার (১৩ এপ্রিল) রাতে ইসরায়েলে প্রথমবারের মতো সরাসরি আক্রমণ করে ইরান। ইসরায়েলে ৩০০টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছিল তেহরান।
গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের কনস্যুলেটে ক্ষেপণাস্ত্র হামলা হয়। সেই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সিনিয়র কমান্ডারসহ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন। ওই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে গত শনিবার পাল্টা হামলা চালায় ইরান। তারপর আজ শুক্রবার 'প্রতিশোধমূলক হামলা' করল ইসরায়েল।