মাথায় আকস্মিকভাবে কামড়ে ধরে বাঘ, নিমেষেই শেষ মৌয়ালের জীবন
সুন্দরবনের তালপট্টি এলাকায় মধু সংগ্রহ করতে গিয়েছিলেন মৌয়াল মনিরুজ্জামান বাচ্চু (৪০)। কিন্তু হঠাৎই একটি বাঘ পেছনে থেকে তার ঘাড়ে কামড়ে ধরে। এতে মারা যান তিনি। শুক্রবার (১৯ এপ্রিল) বিকালে এ ঘটনা ঘটে।
বাচ্চু সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত কাশেম গাজীর ছেলে। শনিবার (২০ এপ্রিল) দুপুরে তার মরদেহ নিয়ে গাবুরার ডুমুরিয়া খেয়াঘাটে পৌঁছায় সঙ্গী মৌয়ালরা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
উপকূলে পৌঁছানোর পর মৌয়ালরা জানান, সুন্দরবনের তালপট্টি এলাকায় মধু সংগ্রহকালে শুক্রবার বিকেলে বাঘটি আকষ্মিকভাবে বাচ্চু মাথার নিচের অংশে কামড়ে ধরে। এ সময় তারা চিৎকার ও হাতে থাকা লাঠি দিয়ে শব্দ করতে থাকেন। এরপরও বাচ্চুকে টেনে-হিঁচড়ে কিছু দূর নিয়ে যায়। একপর্যায়ে বাচ্চুকে ছেড়ে দিয়ে বাঘটি বনের মধ্যে চলে যায়।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হুসাইন চৌধুরী বলেন, চলতি মাসের ২ তারিখ থেকে মধু সংগ্রহের মৌসুম শুরু হয়ে। ওই দিনই বাচ্চুসহ ছয়জন অনুমতি নিয়ে সুন্দরবনে যান। যেখানে বাঘের আক্রমণের কথা বলা হচ্ছে, সেটি ভারত ও বাংলাদেশ সীমান্ত এলাকা। বাচ্চুর সঙ্গী মৌয়ালরা জানিয়েছেন, বাংলাদেশ অংশে বাঘ আক্রমণ করেছে। আমরা বিষয়টি যাচাই-বাছাই করছি।
বাচ্চুর প্রথম স্ত্রী রহিমা খাতুনের ঘরে এক ছেলে ও এক মেয়ে। দ্বিতীয় স্ত্রী সাথীর ঘরে এক ছেলে। বাচ্চু মারা যাওয়ায় পরিবারটি এখন অসহায়। গ্রামবাসী পরিবারটিকে সহযোগিতার দাবি জানিয়েছেন।