১৭ বছর বয়সেই দাবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ভারতের গুকেশ
বয়স ১৮ না হতেই দারুণ এক কীর্তি গড়েছেন ভারতের চেন্নাইয়ের ডোমারাজ গুকেশ। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে দাবার ক্যান্ডিডেট টুর্নামেন্ট জিতেছেন তিনি।
ক্যান্ডিডেট টুর্নামেন্ট হয় মূলত দাবার বর্তমান বিশ্বচ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ জানানোর জন্য দাবাড়ু বের করতে। মাত্র ১৭ বছর বয়সে সেই ক্যান্ডিডেট টুর্নামেন্ট জিতে ইতিহাস গড়েছেন ডোমারাজ গুকেশ।
১২ বছর সাত মাস ১৭ দিন বয়সে গ্র্যান্ডমাস্টার হওয়া গুকেশ চলতি বছরের শেষদিকে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়বেন বর্তমান চ্যাম্পিয়ন চীনের ডিং লিরেনের বিপক্ষে। সেই লড়াইয়ের ভেন্যু এবং সূচি এখন অব্দি ঠিক হয়নি। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার চ্যালেঞ্জ জানাতে যাওয়া সর্বকনিষ্ঠ দাবাড়ু গুকেশ।
ভারতের দাবাড়ুদের মধ্যে এর আগে ক্যান্ডিডেট টুর্নামেন্ট জিতেছেন একজনই—বিশ্বনাথন আনন্দ। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন আনন্দ এই ক্যান্ডিডেট টুর্নামেন্ট জিতেছিলেন ২০১৪ সালে। সম্ভাব্য ১৪ পয়েন্টের মধ্যে নয় পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন গুকেশ।
২০২২ সালেই আরেকটি কীর্তি গড়েছেন গুকেশ। সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে তিনি হারিয়েছেন ম্যাগনাস কার্লসেনকে। পরে কার্লসেন হয়েছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন।