দক্ষিণ আফ্রিকায় ডাকাতদলের হামলায় বাংলাদেশি নাগরিক নিহত
দক্ষিণ আফ্রিকার হিয়াভুসা এলাকায় ডাকাতদের হামলায় কামাল হোসেন (৩৫) ওরফে আসিফ ইকবাল নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
গতকাল (বুধবার) বাংলাদেশ সময় বিকাল তিনটার দিকে দক্ষিণ আফ্রিকার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় তাকে হত্যা করে আফ্রিকান ডাকাত সদস্যরা
আজ (বৃহস্পতিবার) বেলা ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন ভাগ্নে আরাফাত হোসেন সিফাত। কামাল হোসেনের সহকর্মীদের বরাত ও ভিডিও কলের মাধ্যমে মৃত্যুর তথ্য জানতে পেরেছেন বলে টিবিএসকে জানান সিফাত।
নিহত কামাল হোসেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকার মৃত খলিল মিয়ার ছেলে। ১০ বছর পূর্বে স্ত্রী ও কন্যাকে রেখে দক্ষিণ আফ্রিকায় যান তিনি।
সিফাত টিবিএসকে বলেন, "কামাল মামা দক্ষিণ আফ্রিকার হিয়াভুসা এলাকায় একটি দোকান নিয়ে ব্যবসা করতেন। বুধবার সেখানকার সময়ে সন্ধ্যায় সন্ধ্যায় দোকানটিতে ডাকাতদল হানা দেয়। এসময় ডাকাতরা ডাকাতি শেষে পালিয়ে যাবার আগে তার মাথা পলিথিন দিয়ে আটকে ফেলে ও শ্বাসরোধ করে হত্যা করে।"
তিনি আরও বলেন, 'এই বিষয়ে সোনারগাঁও থানা বা ইউএনও অফিসে এখনও যোগাযোগ করিনি আমরা। আমাদের একজন আত্মীয় সংশ্লিষ্ট দূতাবাসের সাথে যোগাযোগ শুরু করেছেন। দ্রুত তার লাশ যেন দেশে ফিরে সেই ব্যবস্থা করা হচ্ছে।"