টাঙ্গাইলে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ও কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নে বন্যার পানিতে ডুবে শুক্রবার দুই শিশুর মৃত্যু হয়েছে।
জানা গেছে, টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের চরখিদির উত্তরপাড়া গ্রামের মো. আবুল হোসেনের স্ত্রী ছেলে শান্তকে (৬) সঙ্গে নিয়ে শুক্রবার দুপুরে বাড়ির পাশে সড়কে পাটের আঁশ ছাড়াতে যান। এ সময় ছেলে শান্ত সড়কের পাশে পানিতে কলাগাছের ভেলায় খেলছিল। হঠাৎ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পানি থেকে শান্তর মরদেহ উদ্ধার করা হয়।
অপরদিকে, কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের কুমুরিয়াবাড়ী (বেড়বাড়ী) গ্রামের নুরুল ইসলাম নুরুর ছেলে ইয়ামিন (১২) বাড়ির পাশে খেলতে গিয়ে বন্যার পানিতে ডুবে মারা গেছে। নাগবাড়ী ইউপি চেয়ারম্যান এ খবর নিশ্চিত করেছেন।