চুয়াডাঙ্গায় টানা তাপপ্রবাহের পর বৃষ্টিতে জনজীবনে স্বস্তি
এক মাসেরও বেশি সময় তাপপ্রবাহের পর বৃষ্টিতে চুয়াডাঙ্গায় জনজীবনে স্বস্তি ফিরেছে। আজ সোমবার বিকাল ৩টা ৩৭ মিনিট থেকে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে শিলাও পড়ে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, সোমবার বিকাল ৩টা ৩৭ মিনিট থেকে বৃষ্টি শুরু হয়। বিকাল ৫টা ১৫ মিনিট পর্যন্ত বৃষ্টি হয়। বৃষ্টির সাথে শিলা পড়েছে। এ সময় মোট ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেই সঙ্গে ডায়ামিটারে ১ সেন্টিমিটার শিলা রেকর্ড করা হয়েছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার সন্ধ্যা ৬টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।
আলমডাঙ্গা উপজেলার হারদি গ্রামের আইন উদ্দিন নামে এক ব্যক্তি বলেন, 'গরমে ঘরের বাইরে বের হওয়া অসম্ভব হয়ে উঠেছিল। বৃষ্টিতে জীবনে প্রাণ ফিরেছে।'
চুয়াডাঙ্গার মাখালডাঙ্গা গ্রামের রিকশাচালক জহুরুল হক বলেন, 'গরমে কাজের জন্য বাইরে বেরিয়ে হাঁসফাঁস অবস্থা হতো। রাস্তায় মানুষের চলাচল তেমন না থাকায় কাজও হতো না। বৃষ্টির কারণে গরম কম লাগবে। সকালে কাজে গিয়ে কাজ করতে পারব। আয় ভালো হবে।'
চুয়াডাঙ্গা শান্তিপাড়ার শিক্ষক মিজানুর রহমান বলেন, 'গরমে ছেলে-মেয়েদের পড়াশোনা ব্যাহত হয়েছে। কয়েকদিন গরমে অনেক কষ্ট করলাম। বৃষ্টিতে সব বদলে গেছে। আরও বৃষ্টি হোক।'
উল্লেখ্য, গত মার্চের শেষ দিকে চুয়াডাঙ্গায় তাপপ্রবাহ শুরু হয়। পুরো এপ্রিল জুড়ে এটি অব্যাহত ছিল। গত ৩০ এপ্রিল জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস। তীব্র দাবদাহে মানুষ টানা কয়েকদিন ঘরের বাইরে বের হতে পারেনি।