সিঙ্গাপুর ও কাতার থেকে ১ হাজার ৩৫০ কোটি টাকার এলএনজি কিনবে সরকার
সিঙ্গাপুর ও কাতার থেকে তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরমধ্যে সিঙ্গাপুরের গানভর প্রাইভেট লিমিটেড থেকে দুই কার্গো, এবং কাতারের কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে এক কার্গো এলএনজি কেনা হবে। এতে মোট খরচ হবে ১ হাজার ৩৫০ কোটি ২৪ লাখ টাকা।
আজ বুধবার (৮ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান জানান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে সিঙ্গাপুরের গানভর প্রাইভেট থেকে দুই কার্গো, এবং কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে।
"এসব এলএনজি স্পট মার্কেট থেকে আমদানি করা হবে। গানভরের প্রতি ইউনিট এলএনজি ১০ দশমিক ৪৬ ডলার দরে এক কার্গো আমদানিতে ৪৫২ কোটি ৪১ লাখ টাকা ব্যয় হবে। অপরদিকে কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে প্রতি ইউনিট ১০ দশমিক ৩০ ডলার হিসাবে ৪৪৫ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে," - বলেন তিনি।
এক কার্গোতে মোট ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি থাকে।