চূড়ান্ত রায়ের আগে আসামিকে কনডেম সেলে না রাখার হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে সরকারের আপিল
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলার সম্পূর্ণ নিষ্পত্তির আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কনডেম সেলে আটকে রাখা নিষিদ্ধ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে সরকার।
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ (১৪ মে) হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাষ্ট্রপক্ষ আপিল দায়ের করেছে।
এর আগে গতকাল (১৩ মে) হাইকোর্ট রায় দিয়েছেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা নিষ্পত্তি হওয়ার আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারের কনডেম সেলে আটকে রাখা অবৈধ ও বেআইনি।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির যৌথভাবে দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো: বজলুর রহমানের বেঞ্চ এ আদেশ দিয়েছিলেন।
আদালত রায় বলেছেন, বাংলাদেশ জেল কোডের ৯৮০ বিধি যেটি কনডেম সেল ব্যবহারের অনুমতি দেয় সেটি অসাংবিধানিক।
জেল কোডের ৯৮০ বিধি অনুসারে, মৃত্যুদণ্ডে দণ্ডিত প্রত্যেক বন্দিকে তার সাজার তারিখ থেকে শুরু করে হাইকোর্ট বিভাগ কর্তৃক সাজা নিশ্চিত হওয়ার অপেক্ষা না করে কারাগারের মধ্যে অন্য সব বন্দীদের থেকে আলাদা একটি নিরাপদ স্থানে বন্দী করা হবে।
বিভিন্ন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি যাদের আপিল ও রিভিউ আবেদন এখনো নিষ্পত্তি হয়নি তাদের কারাগারে অন্যান্য বন্দীদের মতো একই সুযোগ-সুবিধা দিতে হবে বলেও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এছাড়া আসামিদের কনডেম সেলে যে সুযোগ-সুবিধা দেয়া হয় তা নিয়ে ছয় মাসের মধ্যে প্রতিবেদন চেয়েছেন আদালত।
২০২২ সালের ৩ সেপ্টেম্বর মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে মৃত্যুদণ্ডের আসামিদের কনডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছিল।
২০২৩ সালের ৫ এপ্রিল হাইকোর্ট কর্তৃপক্ষকে ব্যাখ্যা দিতে বলেছিলেন, কেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও রিভিউ আবেদন নিষ্পত্তি করার আগে কনডেম সেলে রাখা অবৈধ ঘোষণা করা উচিত নয়।
গত বছরের ১২ ডিসেম্বর হাইকোর্ট এ বিষয়ে শুনানি শেষ করেন।