প্রদর্শনী থেকে তার পোর্ট্রেট সরিয়ে ফেলতে বললেন অস্ট্রেলিয়ার শীর্ষ ধনী
'অস্ট্রেলিয়া ইন কালার' শিরোনামে নিজের তৈরি ২১টি চিত্রকর্মের প্রদর্শনীর আয়োজন করেছেন অস্ট্রেলিয়ার আদিবাসী শিল্পী ভিনসেন্ট নামাতজিরা। তার এই চিত্রকর্মগুলোর মধ্যে রয়েছে দেশটির শীর্ষ ধনী ব্যক্তি জিনা রাইনহার্টেরও একটি পোর্ট্রেট। তবে রাইনহার্ট প্রদর্শনী থেকে তার পোর্ট্রেটটি সরিয়ে নেওয়ার জন্য ন্যাশনাল গ্যালারি অব অস্ট্রেলিয়ার (এনজিএ) কাছে অনুরোধ জানিয়েছেন।
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় গত মার্চে প্রদর্শনীটি শুরু হয়। এটি চলবে আগামী ২১ জুলাই পর্যন্ত। এতে বিশ্বের বিখ্যাত ব্যক্তিত্ব যেমন, রানী দ্বিতীয় এলিজাবেথ, মার্কিন সুরকার জিমি হেনড্রিক্স, অস্ট্রেলিয়ার আদিবাসী অধিকারকর্মী ভিনসেন্ট লিংগিয়ারি, অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী স্কট মরিসনসহ আরও অনেকেরই ছবি রয়েছে।
অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যম জানিয়েছে, ৭০ বছর বয়সী রাইনহার্ট এনজিএর পরিচালকের সঙ্গে যোগাযোগ করে তার ছবি প্রদর্শনী থেকে সরানোর অনুরোধ জানিয়েছেন।
এক বিবৃতিতে এনজিএ বলেছে, 'আমাদের সংগ্রহ ও প্রদর্শনী নিয়ে জনগণের মতামতকে এনজিএ স্বাগত জানায়।'
এটি আরও বলেছে, 'আমরা অস্ট্রেলিয়ার জনসাধারণের কাছে শিল্পকর্ম উপস্থাপন করি যাতে তারা শিল্প সম্পর্কে অনুসন্ধান, অভিজ্ঞতা অর্জন ও শেখার জন্য অনুপ্রাণিত হয়।'
তবে এনজিএ পেইন্টিংটি সরাবে না বলে জানিয়েছে।
নামাতজিরা তার ব্যঙ্গচিত্র শৈলীর জন্য বেশ পরিচিত। তার আঁকা রাইনহার্টের ছবিতে দেখানো হয়েছে, রাইনহার্টের ত্বক লালচে ফ্যাকাশে, কপালও বেশ বড়, থুতনির নিচের অংশে রয়েছে ফ্যাকাশে দাগ।
এ ধরনের চিত্রের বিষয়ে শিল্পী ভিনসেন্ট নামতজিরা বলেছেন, 'আমি বিশ্বকে যেমন দেখি, তেমনই আঁকি।'
এক বিবৃতিতে তিনি বলেন, 'আমি বিত্তবান, ক্ষমতাবান ও উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের ছবি আঁকি, যাদের মূলত দেশের ওপর প্রভাব রয়েছে, ব্যক্তিগতভাবে আমার নিজের ওপর, হোক সেটি পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে, কিংবা হোক ভালোর জন্য বা খারাপের জন্য।'
তিনি আও বলেন, ''মানুষের আমার চিত্রকর্ম পছন্দ করার দরকার নেই। তবে আমি আশা করি তারা হয়ত এটা নিয়ে ভাববে যে 'কেন এই আদিবাসী ব্যক্তি ক্ষমতাবানদের ছবি আঁকেন? তিনি কী-ই বা বলতে চাইছেন?''
তিনি যোগ করেন, 'কিছু লোক এটি পছন্দ নাও করতে পারেন, কেউ আবার এটিকে হাস্যকর ভাবতে পারেন। তবে আমি আশা করি লোকেরা এগুলোর অন্তর্নিহিত বিষয়গুলোর দিকেও নজর দেবে এবং গুরুতর বিষয়টি দেখতে পাবেন।'
রাইনহার্ট ব্যক্তি মালিকানাধীন খনি কোম্পানি হ্যানকক প্রোসপেক্টিংয়ের নির্বাহী চেয়ারম্যান। কোম্পানিটির প্রতিষ্ঠাতা তার বাবা ল্যাং হ্যানকক।
এ বিষয়ে জানতে হ্যানকক প্রোসপেক্টিংয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানটি সাড়া দেয়নি।
ফোর্বসের তথ্যমতে, রাইনহার্টের আনুমানিক নিট সম্পদমূল্য ৩০.২ বিলিয়ন মার্কিন ডলার।
গত ফেব্রুয়ারিতে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ায় ২০২৪ সালের ৫০ জন ধনী ব্যক্তির তালিকায় শীর্ষে রয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য ভিজ্যুয়াল আর্টসের (নাভা) নির্বাহী পরিচালক পেনেলোপ বেন্টন বলেছেন, 'যদিও চিত্রকর্মটির বিষয়ে রাইনহার্টের মতামত প্রকাশের অধিকার রয়েছে, তবে পছন্দ না হওয়ায় সেটি সরিয়ে নিতে চাপ দেওয়ার ক্ষমতা তার নেই।'
অনুবাদ: রেদওয়ানুল হক