মন্ত্রিসভায় এপোস্টল কনভেনশন সইয়ের অনুমোদন: বিদেশে গিয়ে সনদ-হলফনামা পুনঃসত্যায়ন করতে হবে না আর
মন্ত্রিসভায় এপোস্টল কনভেনশন সইয়ের অনুমোদন দেওয়া হয়েছে। আন্তর্জাতিক এই কনভেনশন অনুযায়ী বিদেশগামী শিক্ষার্থী ও অন্যান্যদের বিভিন্ন সনদ, দলিল, হলফনামায় নিজ দেশের যথাযথ সত্যায়ন থাকলে অন্য দেশে গিয়ে পুনরায় সত্যায়নের প্রয়োজন হবে না। এর ফলে দেশের মানুষের বছরে প্রায় ৫০০ কোটি টাকা সাশ্রয় হবে।
সোমবার (২০ মে) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এসময় মন্ত্রী বলেন, প্রস্তাবটি সোমবার মন্ত্রিসভায় পাস হয়েছে, আজ মন্ত্রিসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত দিয়েছে। এটি কার্যকর হলে শিক্ষার্থী, অভিবাসী, কর্মী, পারিবারিক পুনর্মিলন প্রত্যাশীসহ বিদেশগামী সবার যে নানা ডকুমেন্ট এ দেশে এবং বিদেশের দূতাবাসসহ নানা দপ্তরে সত্যায়নের প্রয়োজন হয়, সেসব শুধু এ দেশে সত্যায়ন করলেই হবে।
ড. হাছান বলেন, বাংলাদেশে সব দেশের দূতাবাস নেই। ৯০টি দেশের দূতাবাস রয়েছে দিল্লিতে। সেখান থেকে সত্যায়ন করে আনতে আবার ভারতের ভিসা লাগে। এসবের জন্য যে অর্থ, সময় ও পরিশ্রম ব্যয় হয়; এই কনভেনশনে যুক্ত হলে তা বেঁচে যাবে এবং বছরে ৪০০ থেকে ৫০০ কোটি টাকা সাশ্রয় হবে।
এটি কার্যকর হতে প্রায় ছয় মাস সময় লাগবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এপোস্টল কনভেনশনে যুক্ত হতে এর ১২৬টি সদস্য রাষ্ট্রকে অবহিত করতে হয়, কিছু আনুষ্ঠানিকতা রয়েছে।