ফরাসি কাপ জিতে বিদায় নিলেন এমবাপ্পে
পিএসজি ছাড়ার ঘোষণা আগেই দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ক্লাবের হয়ে নিজের শেষ ম্যাচটি ছিল ফরাসি কাপের ফাইনাল। সেটি জিতে পিএসজি ক্যারিয়ারের পর্দা টানলেন শিরোপা উদযাপন করেই।
এমবাপ্পের শেষ ম্যাচে নিজেদের ১৫তম ফরাসি কাপের শিরোপা জিতেছে পিএসজি। ফাইনালে লুইস এনরিকের দল হারিয়েছে অলিম্পিক লিঁওকে।
ফাইনালে পিএসজির জয় এসেছে ২-১ গোলের ব্যবধানে। ২২ মিনিটে দেম্বেলে ও ৩৪ মিনিটে রুইজের গোলে ২-০ তে এগিয়ে যায় প্যারিসের দলটি। ৫৫ মিনিটে লিঁওর ও'ব্রায়েন ৫৫ মিনিটে এক গোল শোধ করলেও তা যথেষ্ট হয়নি।
এদিকে ম্যাচের আগে ঘটেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ফরাসি কাপের ফাইনাল সাধারণত ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামে স্তাদ দে ফ্রান্সে হয়ে থাকে। কিন্তু প্যারিস অলিম্পিক সামনে রেখে স্তাদ দে ফ্রান্সের সংস্কারকাজ চলায় এবার ফাইনাল হয়েছে লিলের মাঠ স্তাদ পিয়েরে-মাউরোয়।
সেখানে ফাইনাল শুরুর আগে পিএসজি ও লিওঁ সমর্থকরা সংঘর্ষে জড়ান। আর এতে লিলের রাজপথ রণক্ষেত্রে পরিণত হয়েছিল। স্থানীয় পুলিশ জানিয়েছে, পিএসজির কমপক্ষে ২০০ এবং লিওঁর ১০০ জন সমর্থক সংঘর্ষে জড়িয়েছিলেন। এ ঘটনায় দুই দলের ২০ জন সমর্থক আহত হয়েছেন।