এমবাপ্পেকে বরণ করার দিনক্ষণ জানাল রিয়াল মাদ্রিদ
কিলিয়ান এমবাপ্পেকে বরণ করে নেওয়ার দিনক্ষণ জানিয়েছে রিয়াল মাদ্রিদ। ১৬ জুলাই বার্নাব্যুতে সমর্থকদের সামনে প্রথমবারের মতো বিখ্যাত সাদা জার্সিতে হাজির হবেন এই ফরাসি তারকা। পিএসজি থেকে পাঁচ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন এমবাপ্পে।
স্পেনের কাছে হেরে ইউরোর সেমি-ফাইনাল থেকে বিদায় নিয়েছে এমবাপ্পের ফ্রান্স। এরপরই ফরাসি তারকাকে সবার সামনে পরিচয় করিয়ে দেওয়ার দিনক্ষণ জানিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পের পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত হবেন প্রায় ৮১ হাজার লস ব্লাঙ্কোস সমর্থক।
প্রথম মৌসুমে রিয়ালে ৯ নাম্বার জার্সি পড়বেন এমবাপ্পে। ক্রিশ্চিয়ানো রোনালদোও নিজের প্রথম মৌসুমে এই জার্সি পড়েছিলেন। পরবর্তীতে রাউল চলে যাওয়ার পর বিখ্যাত ৭ নাম্বার জার্সি গায়ে চড়ান সিআর সেভেন। এমবাপ্পেও সেই পথেই হাঁটবেন, তবে ৭ এর জায়গায় তার জার্সি নাম্বার হতে পারে ১০। লুকা মদ্রিচ সামনের মৌসুম শেষে ক্লাব ছাড়লে ফাঁকা হবে জার্সিটি।
এদিকে এমবাপ্পের জার্সি কেনার হিড়িক পড়েছে মাদ্রিদে। প্রথমদিনে যে পরিমাণ জার্সি রিয়াল বিক্রি করার আশা করেছিল, বিক্রি হয়েছে তার কয়েক গুণ। এরপরও চাহিদা মেটাতে পারছে না ক্লাব কর্তৃপক্ষ। যার ফলে বাধ্য হয়ে এক বিবৃতিতে রিয়াল জানিয়েছে, জমা হওয়া অর্ডার গুলো পূরণ করতে ৪-৬ সপ্তাহ সময় লাগতে পারে।
উল্লেখ্য, কিলিয়ান এমবাপ্পেকে কিনতে গত কয়েক মৌসুম ধরেই চেষ্টা চালিয়ে গেছে রিয়াল মাদ্রিদ। এমনকি ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে পিএসজি। শেষ পর্যন্ত চুক্তির মেয়াদ ফুরোনোয় কোনো টাকা খরচ না করেই এমবাপ্পেকে দলে ভিড়িয়েছে বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল ক্লাবটি।