আইপিএল চ্যাম্পিয়ন কলকাতাসহ কে পেল কতো টাকা
দুই মাসেরও বেশি সময় ধরে চলা চার-ছক্কার লড়াই শেষে পর্দা নামলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। দুর্বার ছন্দে থাকা দুই দল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ ফাইনালের টিকেট কাটে। পুরো সফর, ছন্দ, ক্রিকেটারদের ফর্ম; সব মিলিয়ে দল দুটির মধ্যে ধুন্ধুমার এক লড়াইয়ের আশা করা হয়ছিল। যদিও কোনো লড়াই-ই হয়নি। কলকাতার বিপক্ষে পাত্তাই পায়নি হায়দরাবাদ।
আইপিএল ইতিহাসে সবচেয়ে একপেশে ফাইনাল ছিল এটা। আসরজুড়ে রানের ফোয়ারা বইয়ে আসা হায়দরাবাদ কাল ব্যাট হাতে যেন নিজেদের কাছেই অচেনা হয়ে উঠেছিল। এবারের আসরের সেরা দুটি দলীয় সংগ্রহ যাদের, তারাই ১৮.৩ ওভারে ১১৩ রানে অলআউট হয়ে যায়। রহমানউল্লাহ গুরবাজ ও ২২ গজে ঝড় তোলা ভেঙ্কটেশ আইয়ারের ব্যাটে ১০.৩ ওভারেই ৮ উইকেটের জয় তুলে নেয় কলকাতা।
আইপিএল এটা তাদের তৃতীয় শিরোপা। এবার শ্রেষ্ঠত্বের মুকুট জিতে দীর্ঘ অপেক্ষাও ফুরিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ২০১২ আসরের পর সর্বশেষ ২০১৪ আসরে শিরোপা জেতে কলকাতা। দারুণ পথচলায় এবার ১০ বছরের অপেক্ষা ফুরিয়ে শিরোপায় চুমু এঁকে দিলো নাইট রাইডার্সরা। অপেক্ষা ফুরালো, শিরোপা এলো ঘরে; সঙ্গে বড় অঙ্কের প্রাইজ মানিও মিললো। বড় পরিমাণের অর্থ পুরস্কার মিলেছে রানার্সআপ হায়দরাবাদ এবং প্লে-অফে খেলা রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।
১০ দলের অংশগ্রহণে এবারের আইপিএল অনুষ্ঠিত হয়েছে। আসরের মোট প্রাইজমানি ছিল ৪৬ কোটি (বাংলাদেশ মুদ্রায় প্রায় ৬৫ কোটি টাকা) রুপি। পারফরম্যান্সের ভিত্তিতে দলগুলোর মধ্যে এই অর্থ ভাগ করে দেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন হিসেবে সবচেয়ে বেশি ২০ কোটি (২৮ কোটি ২৩ লাখ টাকারও বেশি) রুপি পেয়েছে কলকাতা।
দ্বিতীয় শিরোপার অপেক্ষায় থাকা হায়দরাবাদ পেয়েছে ১২ কোটি রুপি (প্রায় ১৭ কোটি টাকা)। এলিমিনেটর জেতা রাজস্থান রয়্যালস তৃতীয় হিসেবে আসর শেষে করেছে, তারা পেয়েছে ৭ কোটি রুপি। প্লে-অফ খেলা বাকি দল বেঙ্গালুরুর মিলেছে সাড়ে ৬ কোটি রুপি। দলটির অন্যতম সেরা ব্যাটিং ভরসা বিরাট কোহলি ১৫ ইনিংসে একটি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরিসহ ৬১.৭৫ গড়ে আসরের সর্বোচ্চ ৭৪১ রান করেছেন। অরেঞ্জ ক্যাপ জেতা ডানহাতি এই ব্যাটসম্যান পেয়েছেন ১০ লাখ রুপি।
বল হাতে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন হার্শাল প্যাটেল। পাঞ্জাব কিংসের এই পেসার ১৪ ম্যাচে নিয়েছেন ২৪ উইকেটে, যা আসরের সর্বোচ্চ। পার্পল ক্যাপ জেতা হার্শালও পেয়েছেন ১০ লাখ রুপি। ব্যাটে-বলে আলো ছড়ানো কলকাতার অলরাউন্ডার সুনীল নারাইন ৪৮৮ রান ও ১৭ উইকেট নিয়ে হয়েছেন টুর্নামেন্ট সেরা (মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার)। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ২০ লাখ রুপি। উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতা হায়দরাবাদের অলরাউন্ডার নিতীশ কুমার রেড্ডি পেয়েছেন ১২ লাখ রুপি।