বাংলাদেশে কর্মরত বৈধ-অবৈধ বিদেশি কর্মীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
বাংলাদেশে বৈধ ও অবৈধভাবে কতজন বিদেশি কর্মী কাজ করছেন, তার বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বলেছেন হাইকোর্ট।
পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) এ আদেশ বাস্তবায়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ-সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানি নিয়ে আজ (২৮ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এসএম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
অ্যাডভোকেট সালাহউদ্দিন রিগ্যান এর আগে সারা বাংলাদেশের কর্মক্ষেত্রে কতজন বৈধ ও অবৈধ বিদেশি কর্মী কাজ করছেন, তা জানতে তদন্ত চেয়ে রিটটি দায়ের করেছিলেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারোয়ার হোসেন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।