বাড্ডায় বাড়ির নিচতলায় বিস্ফোরণ, নিহত ১
রাজধানীর বাড্ডা এলাকার একটি তিনতলা ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ মে) সকাল পৌনে ৭টার দিকে বাড্ডার ডিআইটি প্রজেক্টের ৪ নম্বর রোডের একটি বাড়ির নিচতলায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ঘটনার পরপরই বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে উদ্ধার অভিযান চালায়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে এ বিস্ফোরণ হয়েছে। তবে তদন্ত করে বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।