ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিল স্লোভেনিয়া সরকার
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে স্লোভেনিয়া। দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গলব গতকাল (বৃহস্পতিবার) সরকারের এই পদক্ষেপের কথা জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী গলব বলেন, "আজ সরকার ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।" ফলে স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ডের পথেই হাঁটছে দেশটি।
ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশ স্লোভেনিয়া সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য দেশটির পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন। যেখানে আগামী মঙ্গলবার এই প্রস্তাবটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এই বিষয়ে পার্লামেন্টের স্পিকার উরস্কা ক্লাকোকার জুপানসিক এক সংবাদ সম্মেলনে বলেন, "মঙ্গলবার বিকেল ৪টা থেকে অধিবেশনটি অনুষ্ঠিত হবে।"
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাৎজ আশা করেন, স্লোভেনীয় আইনপ্রণেতারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করবেন। এক্স-এ তিনি বলেন, "স্লোভেনিয়ান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশটির পার্লামেন্ট যদি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয় তবে তা হামাসকে পুরস্কৃত করা হবে। আমি আশা করি স্লোভেনীয় সংসদ এই সুপারিশ প্রত্যাখ্যান করবে।"
গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে ইউরোপীয় দেশগুলোর বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে স্লোভেনীয় সরকারের এই পদক্ষেপ। সেক্ষেত্রে গোলব গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে অবিলম্বে সংঘাত বন্ধ করার এবং সমস্ত জিম্মিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি এটিকে তিনি শান্তির বার্তা হিসেবে অভিহিত করেছেন।
দেশটির সরকার রাজধানী লজুব্লজানার কেন্দ্রস্থলে স্লোভেনিয়া ও ইইউ-এর পতাকার পাশাপাশি ফিলিস্তিনি পতাকা উত্তোলন করেছে। এদিকে ২৮ মে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ায় ইসরায়েল ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্যের মধ্যে সুইডেন, সাইপ্রাস, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভাকিয়া, রোমানিয়া ও বুলগেরিয়া ইতোমধ্যেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। মাল্টাও শীঘ্রই একই পথ অনুসরণ করতে পারে।
এদিকে ব্রিটেন ও অস্ট্রেলিয়া বলেছে তারাও ফিলিস্তিনকে স্বীকৃতির কথা বিবেচনা করছে। কিন্তু ফ্রান্স বলেছে, স্বীকৃতি প্রদানের সময় এখনই নয়।
এদিকে জার্মানি ইসরায়েলের মিত্র হিসেবে ভূমিকা পালন করছেন। আর যুক্তরাষ্ট্রে একতরফাভাবে ঝুঁকে না গিয়ে দ্বি-রাষ্ট্র সমাধান শুধু সংলাপের মাধ্যমে অর্জন করা সম্ভব বলে মতামত ব্যক্ত করেছে। এদিকে গত মঙ্গলবার ডেনমার্কের পার্লামেন্ট ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিল বাতিল করে দিয়েছ।
গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আচমকা আক্রমণ করলে ১,১৩৯ জন মানুষ নিহত ও ২৫০ জনকে জিম্মি করা হয়। এরপর থেকে নির্বিচারে ক্রমাগত হামলা করে আসছে তেল আবিব।
অন্যদিকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩৬,২২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়াও আহত হয়েছেন প্রায় ৮১,৭৭৭ জন।
অনুবাদ: মোঃ রাফিজ খান