হঠাৎ করে নড়বড়ে নরেন্দ্র মোদির গদি!
গত শনিবারেও এক্সিট পোলের ফলাফলে মনে হয়েছিলে এবারও বিপুল বিজয় পাচ্ছে ক্ষমতাসীন বিজেপি ও তার নেতৃত্বাধীন জোট এনডিএ। কিন্তু প্রাথমিক ফল ঘোষণা শুরু হতেই সমস্ত বুথফেরত জরিপের ভবিষ্যদ্বাণী উল্টে দিচ্ছে বিরোধী জোট ইনডিয়া।
যদিও এখনও ব্যালট গণনা চলছে, তবে এখন পর্যন্ত ফলাফল অনুযায়ী ভারতীয় জনতা পার্টি তার প্রত্যাশিত আসন পায়নি। অন্তত ২৩১ আসনে এগিয়ে রয়েছে রাহুল গান্ধীর কংগ্রেসের নেতৃত্বাধীন ইনডিয়া জোট। ফলে ২০১৪ সালে মোদি প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর এবার একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে বিজেপি।
একক সংখ্যাগরিষ্ঠতা হারালেও বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ৩০০ আসনে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে এনডি জোট এগিয়ে আছে ২৯০ আসনে। অন্যদিকে ইনডিয়া জোট এগিয়ে রয়েছে ২৩৪ আসনে। সরকার গঠনের জন্য প্রয়োজন ২৭২ আসন।
তবে তার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) মিত্র দলগুলো ভালো প্রস্তাব পেয়ে জোট বদল করলে বিপদে পড়ে যেতে পারেন মোদি।
৭৩ বছর বয়সী মোদির জন্য এই নির্বাচনের ফলাফল ব্যক্তিগতভাবে না নিয়ে উপায় নেই। কারণ বিজেপির প্রচার ছিল তাকে ঘিরেই, সারা দেশের বিলবোর্ড জুড়ে ছিল তার বিচরণ, দলের ইশতেহারে মোদি নিয়মিত দিয়ে আসছিলেন তার গ্যারান্টি। তবে ভোটের ফল বলছে, তার গ্যারান্টিতে খুব বেশি আস্থা রাখতে পারেনি ভারতীয় জনতা।
বিজেপির পতনের প্রভাব পড়েছে ভারতের স্টক মার্কেটেও। ফলাফলের দিন ভারতের স্টক এক্সচেঞ্জের নিফটি ৫০ সূচক মুম্বাইয়ে ৮.৫ শতাংশ হ্রাস পেয়েছে, যা চার বছরেরও বেশি সময়ের মধ্যে একদিনে সবচেয়ে বড় ধস।
এর আগে এক্সিট পোলে এনডিএ জোটের বিপুল জয়ের পূর্বাভাস আসার পর গত সোমবার (৩রা জুন) শেয়ার বাজারে তিন শতাংশেরও বেশি সূচক বৃদ্ধি হয়েছিল। গত প্রায় সাড়ে তিন বছরের মধ্যে সেটাই ছিল একটা সেশনে ভারতের শেয়ার বাজারে সর্বোচ্চ বৃদ্ধি।
তবে তারপরও নির্বাচনে শেষে ভারতের অর্থনৈতিক অবস্থার খুব বেশি পরিবর্তন হবে বলে মনে হয় না। বিনিয়োগে আগ্রহী অ্যাপল এবং অন্যান্য টেক জায়ান্টদের পছন্দ এমন কয়েকটি রাজ্য মোদি বিরোধী দলগুলোর নিয়ন্ত্রণে রয়েছে।
জোট এবং সরকারে পরিবর্তন আসলেও বৈদেশিক নীতি সম্ভবত মোটামুটি একই থাকবে, চীনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে এক হয়েই কাজ করবে ভারত সরকার।
মোদির অনিশ্চিত ভাগ্য থেকে অন্তত একটা জিনিস পরিষ্কার— বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশে গণতন্ত্র এখনও জীবিত এবং ভালো আছে।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন