আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যার মামলায় যোগ দিচ্ছে স্পেন
গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলকে গণহত্যার দায়ে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে) মামলা লড়ছে দক্ষিণ আফ্রিকা। এবার চলমান মামলাটিতে যোগ দেয়ার ঘোষণা দিয়েছে স্পেন।
আজ (বৃহস্পতিবার) এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস। স্পেনের পাশাপাশি আয়ারল্যান্ড, চিলি ও মেক্সিকোরও এতে যোগ দেওয়ার কথা রয়েছে।
এই সম্পর্কে সংবাদ সম্মেলনে আলবারেস বলেন, "গাজায় (ইসরায়েল) সামরিক অভিযান অব্যাহত রাখায় আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। একইসাথে সংঘাত আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে যেতে পারে বলেও আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।"
আলবারেস জানান, স্পেন শুধুমাত্র 'গাজা ও মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসতেই' নয়, বরং আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতির জায়গা থেকেও সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
সম্প্রতি স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃত দিয়েছে। এর প্রতিবাদে দেশগুলো থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে তেল আবিব।
আলবারেস বলেন, "আমাদের একমাত্র লক্ষ্য যুদ্ধের সমাপ্তি। একইসাথে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পথে অগ্রসর হওয়া।"
এদিকে গাজার ইসরায়েলের ক্রমাগত হামলায় এখন পর্যন্ত অন্তত ৩৬,৫০০ জন নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু।
আইসিজের গণহত্যা মামলায় মেরিট অনুযায়ী রায় দিতে কয়েক বছর সময় লেগে যায়। যদিও এই রায়গুলি 'বাধ্যতামূলক' কার্যকর করার কোনো উপায় নেই।
এদিকে ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে যে, তারা গাজায় আন্তর্জাতিক আইন মেনে কাজ করছে। একইসাথে গণহত্যার মামলাটিকে 'ভিত্তিহীন' বলে অভিহিত করেছে তেল আবিব।
অনুবাদ: মোঃ রাফিজ খান