মিয়ানমারের সৈন্যরা রাখাইনে বন্দীদের গায়ে জ্বলন্ত পেট্রোল দিয়ে পুড়িয়ে ও প্রস্রাব পানে বাধ্য করছে
গত সপ্তাহে রাখাইন রাজ্যের একটি গ্রামে মিয়ানমার সেনারা সহিংসতা চালিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, এতে অন্তত ৫০ জন নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, গ্রামটিতে সেনারা আড়াই দিন ধরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। তারা চোখ বেঁধে বন্দী বাসিন্দাদের মারধর করেছে, ত্বকে জ্বলন্ত পেট্রোল ঢেলে দিয়েছে এবং প্রস্রাব পান করতে বাধ্য করেছে।
মূলত সেনারা গ্রামটিতে আরাকান আর্মির সদস্যদের খোঁজ করছিল। যারা কি-না দেশটির বর্তমান জান্তা সরকারের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে।
এই সম্পর্কে ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের প্রতিনিধিত্ব করা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) বিবৃতিতে বলেন, "(গ্রামটিতে) ১৫ থেকে ৭০ বছর বয়সী ৫১ জনকে সহিংসভাবে নির্যাতন ও হত্যা করা হয়েছে।"
অন্যদিকে আরাকান আর্মির ধারণা, নিহতের সংখ্যা ৭০ ছাড়িয়ে যেতে পারে। যদিও দেশটির জান্তা সরকার এমন অভিযোগ নাকচ করে দিয়েছে।
এক ভুক্তভোগী বিবিসিকে বলেন, "সেনারা পুরুষদের জিজ্ঞাসা করছিল যে, আরাকান আর্মি এই গ্রামে আছে কি-না। এক্ষেত্রে তারা এই সম্পর্কে কিছু জানে না বললেও সৈন্যরা তাদের নির্যাতন করছিল।"
এদিকে মাত্র ছয় মাসের মধ্যে আরাকান আর্মি রাখাইন রাজ্যের বেশিরভাগ এলাকা দখল করে ফেলেছে। এতে করে সেখান থেকে সামরিক বাহিনীকে পিছু হটতে বাধ্য হয়েছে।
আরাকান আর্মি গত বছর সেনাবাহিনীর সাথে যুদ্ধবিরতি থেকে সরে আসে। আর সংগঠনটি ২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা দখলকারী জান্তাকে উৎখাত করার লক্ষ্যে জাতিগত বিদ্রোহীদের সাথে যোগ দেয়।
অনুবাদ: মোঃ রাফিজ খান