বেনজীরের সাভানা ইকো রিসোর্টের নিয়ন্ত্রণ নিল গোপালগঞ্জ জেলা প্রশাসন
অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগের মাঝে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের নিয়ন্ত্রণ নিয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসন।
শুক্রবার (৭ জুন) রাতে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন (দুদক) রিসোর্টের প্রধান ফটকের সামনে মাইক ব্যবহার করে অধিগ্রহণের ঘোষণা দেয়।
এর মাধ্যমে আদালতের নির্দেশে আজ শনিবার (৮ জুন) থেকে জেলা প্রশাসন সম্পত্তির কর্তৃত্ব গ্রহণ করল।
দুদক গোপালগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান বলেন, 'আমরা স্থাবর ও অস্থাবর সম্পত্তির তালিকা তৈরি করব এবং সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হবে। এরপর থেকে আয়-ব্যয়সহ জেলা প্রশাসকের নির্দেশনায় পার্কের সকল কার্যক্রম চালু থাকবে এবং দর্শনার্থী প্রবেশে কোনো বাধা থাকবে না।'
দুদক জানায়, বেনজীর আহমেদ ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক এবং ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালনকালে সদর উপজেলার বৈরাগীটোল ও মাঝকান্দি গ্রামে ৬২১ বিঘা জমিতে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক নির্মাণ করেন।
স্থানীয়দের অভিযোগ, হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিরা এসব জমির প্রকৃত মালিক ছিলেন। কিন্তু তাদের জমির একটি উল্লেখযোগ্য অংশ ভয় দেখিয়ে, জবরদখল করে এবং নানা কৌশলে কেড়ে নেওয়া হয়।
বেনজীরের সম্পদের বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দুদক তদন্ত শুরু করে। তারই ধারাবাহিকতায় সাভানা ইকো রিসোর্ট এবং ন্যাচারাল পার্কসহ বেনজির ও তার পরিবারের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য নির্দেশ [ক্রোক আদেশ] দেন আদালত।