ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক আশফাকুল হকের জামিন মঞ্জুর করলেন হাইকোর্ট
কিশোরী গৃহকর্মী প্রীতি উরাংয়ের অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে দায়ের করা মামলায়– ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট।
তাঁর জামিন প্রশ্নে জারি করা রুল নিষ্পত্তি করে মঙ্গলবার (১১ জুন) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টে বেঞ্চ এ রায় দেন।
জামিনের বিষযটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আশফাকুল হকের আইনজীবী মো. খুরশীদ আলম খান।
তিনি জানান, "গত ২২ এপ্রিল তাঁর (আশফাকুলের) স্ত্রী তানিয়া খন্দকারকে অন্তবর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। পাশাপাশি আশফাকুল হককে কেন জামিন দেওয়া হবে না– তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। সেই রুল নিষ্পত্তি করে তাঁকে জামিন দেন আদালত।"
মৌলভীবাজারের একজন চা শ্রমিকের মেয়ে প্রীতি উরাং। গত ৬ ফেব্রুয়ারি ঢাকার মোহাম্মদপুরের আশফাকুল হকের আট তলার বাসা থেকে পড়ে মারা যায় সে।
প্রীতির বাবা লোকেশ উরাং পরদিন রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলা করেন। এ মামলায় গত ৭ ফেব্রুয়ারি আশফাকুল ও তানিয়াকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করে পুলিশ।
এরপর নিম্ন আদালতে কয়েক দফা জামিন চেয়ে ব্যর্থ হয় আশফাক দম্পত্তি। পরবর্তীতে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন তাঁরা।
এরমধ্যে গত ২ এপ্রিল ডেইলি স্টার থেকে সৈয়দ আশফাকুল হককে অব্যাহতি দেওয়া হয়।
গত বছরও আশফাকুল হকের ফ্ল্যাট থেকে আরেক কিশোরী গৃহকর্মী পড়ে গুরুতর আহত হয়।